'আর কত নির্দয় হবেন মমতা'? জমা জলে মৃত্যু মিছিলের রেশ কাটতে না কাটতে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে 'খোঁচা' বিজেপির

ডান্ডিয়ার তালে তালে নেচে ভবানীপুরের চক্রবেরিয়ার দুর্গাপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে মমতাকে তীব্র নিশানা বিজেপির। ২৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীকে তুমুল কটাক্ষ বিজেপি নেতা অমিত মালব্য-র।

ডান্ডিয়ার তালে তালে নেচে ভবানীপুরের চক্রবেরিয়ার দুর্গাপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে মমতাকে তীব্র নিশানা বিজেপির। ২৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীকে তুমুল কটাক্ষ বিজেপি নেতা অমিত মালব্য-র।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

'আর কত নির্দয় হবেন মমতা'? প্রশ্ন বিজেপির

ডান্ডিয়ার তালে তালে নেচে ভবানীপুরের চক্রবেরিয়ার দুর্গাপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে মমতাকে তীব্র নিশানা বিজেপির। ২৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীকে তুমুল কটাক্ষ বিজেপি নেতা অমিত মালব্য-র। 

Advertisment

"জমা জলে কলকাতায় মৃত্যুমিছিলের মাত্র ২৪ ঘণ্টাও  পেরোয়নি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। এর মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের চক্রবেরিয়ার এক দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে আনন্দে ডান্ডিয়া খেললেন। কতটা অসংবেদনশীল হলে এমনটা করা সম্ভব? মমতা বন্দ্যোপাধ্যায়ই তার প্রকৃষ্ট উদাহরণ"। ২৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে মমতাকে এভাবেই নিশানা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। 

আরও পড়ুন-সাগরে ফের ফণা তুলছে ভয়ঙ্কর নিন্মচাপ, কলকাতা সহ জেলায় জেলায় জারি ভারী বৃষ্টির চূড়ান্ত সতর্কতা

Advertisment

জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে সরকার ও CESC-এর মধ্যে দায় ঠেলাঠেলি। এর মাঝেই বিজেপির তরফে শাসক তৃণমূলকে নিশানা করে বলা হয়েছে,১০ জনের মৃত্যু হয়েছে স্রেফ সরকারের ব্যর্থতার কারণে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এই শোকের আবহে মৃতদের পরিবারের পাশে না দাঁড়িয়ে, তাদের সঙ্গে একাত্ম না হয়ে আনন্দে মেতে উঠেছেন। যেন তিনি দায়মুক্ত।”

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া সোশ্যাল মিডিয়ায় ২৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “কলকাতা ডুবে গেছে, ১১ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। এতো কম সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ডান্ডিয়া খেলছেন, আনন্দ উপভোগ করছেন। কতটা নির্দয় হতে পারে একজন মুখ্যমন্ত্রী?” 

আরও পড়ুন-জমা জলে ছটফট করতে করতে মৃত্যু!মর্মান্তিক পরিণতিতে বুক কেঁপে উঠবে

এদিকে, তৃণমূল নেতৃত্ব তাত্ক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। দলের মুখপাত্র তথা সিনিয়র নেতা কুনাল ঘোষ জানিয়েছেন, “চার দশকের মধ্যে প্রথমবারের মতো কলকাতায় এই বিপূল বৃষ্টি হয়েছে, যা সারা বছরের মোট বৃষ্টিপাতের ২০ শতাংশের সমান।” তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পৌরসভা, পুলিশ ও জরুরি বিভাগের সহায়তায় কলকাতার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তারপরও বিরোধীরা কেন সমালোচনা করছেন? দিল্লি, মুম্বই বা সুরাট জলমগ্ন হলে কেন তাদের কোন প্রতিক্রিয়া দেখা যায় না"? 

আরও পড়ুন- পাশেই পেট্রোল পাম্প! জাতীয় সড়কে চলন্ত লরিতে ভয়াবহ আগুন, মৃত্যু, চাঞ্চল্য...

উল্লেখ্য গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে কলকাতার বিস্তৃর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়ে। পাশাপাশি ব্যাহত হয় যান চলাচল।  বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। যাকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টেও ক্ষতিপূরণ, তদন্ত এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির দাবিতে আবেদন করা হয়েছে।

Amit Malabya bjp mamata