'হিন্দু ভাবাবেগে আঘাত', মহালয়ার আগেই পুজো উদ্বোধন, মমতাকে তীব্র নিশানা শুভেন্দুর

আগামীকাল মহালয়া। তার আগেই আজ একাধিক পুজো মন্ডপের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তা নিয়েই এবার সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আগামীকাল মহালয়া। তার আগেই আজ একাধিক পুজো মন্ডপের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তা নিয়েই এবার সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

'হিন্দু ভাবাবেগে আঘাত', মহালয়ার আগেই পুজো উদ্বোধন, মমতাকে তীব্র নিশানা শুভেন্দুর

'হিন্দু ভাবাবেগে আঘাত'। মহালয়ার আগেই পুজো উদ্বোধন, মমতাকে তীব্র নিশানা শুভেন্দুর।আগামীকাল মহালয়া। তার আগেই আজ একাধিক পুজো মন্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েই এবার সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

Advertisment

মহালয়ার আগেই দুর্গাপুজোর উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আর এ নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক ৷ 'প্রাচীন হিন্দু আচার-অনুষ্ঠান ও হিন্দু রীতিনীতি, অনুভূতিগুলিকে ধ্বংস করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী', বিস্ফোরক অভিযোগে রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে মমতাকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, "শুধুমাত্র সংকীর্ণ ভোট রাজনীতির স্বার্থেই এই কাজ জেনে বুঝে করছেন মুখ্যমন্ত্রী"। 

উৎসবের শুরুর আগেই পুজো কমিটিকে 'ধমক', দুর্গাপুজোর অনুদান বন্ধের ভয়ঙ্কর নিদান দাপুটে তৃণমূল নেতার, তুলোধোনা শুভেন্দুর

Advertisment

মহালয়ার আগেই পুজো মন্ডপের  উদ্বোধনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে তীব্র নিশানা করে বিরোধীদলনেতা আরও বলেন, ‘পিতৃপক্ষ’ হল স্মরণ, শ্রাদ্ধ এবং সংযমের  সময়। এই সময় নতুন কিছু শুরু করার জন্য অশুভ বলে ধরা হয়। মমতা নির্লজ্জভাবে মহালয়ার ঠিক আগে দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন করলেন। এটা অজ্ঞতা নয়; এটা একেবারেই পরিকল্পিত হিন্দু বিদ্বেষ। আমাদের শাস্ত্র ও প্রথা অনুসারে এটা পরিষ্কার পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করা যায় না, কোনো উৎসব হয় না, কারণ তা অশুভ ডেকে আনে। মহালয়াই আসল সময়, যেদিন মা দুর্গাকে আহ্বান জানানো হয়, শারদীয়ার প্রকৃত সূচনা হয়"।

'দুর্গাপুজোর মত বাঙ্গালির প্রাণের  উৎসবকে নিজের ব্যক্তিগত প্রচারের হাতিয়ার বানাতে আসরে নেমেছেন মুখ্যমন্ত্রী, আর সেই লক্ষ্যেই মমতা জেনে বুঝেই সবটা করছেন। এটা হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি অসম্মান, আমাদের রীতি-রেওয়াজকে জেনে বুঝে দুর্বল করার চেষ্টা, যাতে তিনি তাঁদের তুষ্ট করতে পারেন যারা আমাদের বিশ্বাস ভাগ করে নেন না"। তোপ বিরোধী দলনেতার। 

কত ভোটে হারবে তৃণমূল? তোলপাড় ফেলা হিসেব পেশ শুভেন্দুর

Durgapuja Suvendu Adhikari mamata