/indian-express-bangla/media/media_files/2025/09/20/nandakumar-sukumar-de-mamata-photo-anudan-controversy-2025-09-20-18-26-28.jpg)
দুর্গাপুজোর অনুদান বন্ধের ভয়ঙ্কর নিদান দাপুটে তৃণমূল নেতার
আগামীকাল মহালয়া। তার আগেই আজ একাধিক পুজো মন্ডপের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য জুড়ে উৎসবের আমেজ। এবারই রাজ্যের তরফে পুজোর অনুদান বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে সেই অনুদানের টাকাও হাতে পেয়ে গিয়েছে পুজো কমিটিগুলি। উৎসব আবহের মাঝেই পুজো কমিটিগুলিকে ভয়ঙ্কর নিদান দাপুটে তৃণমূল বিধায়কের। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
যেসকল পুজো কমিটি রাজ্য সরকারি অনুদান পেয়েছেন সেই সকল পুজো কমিটির মন্ডপে রাখতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। নয়তো আগামী বছর থেকে বন্ধ করে দেওয়া হবে পুজোর অনুদান। এমনই মন্তব্যে বিতর্কে জড়ালেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। এদিকে দাপুটে তৃণমূল নেতার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কত ভোটে হারবে তৃণমূল? তোলপাড় ফেলা হিসেব পেশ শুভেন্দুর
এক্স হ্যান্ডেলে এক পোস্টে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, "মুখ্যমন্ত্রী দুর্গাপুজোয় ক্লাবগুলির সরকারি অনুদান দিচ্ছেন, এই টাকা রাজ্যের জনগনের করের টাকা। কিন্তু নন্দকুমারের বিধায়ক সুকুমার দে যেভাবে ক্লাবগুলিকে ধমকাচ্ছেন মনে হচ্ছে অনুদানের টাকা যেন ওনাদের পৈতৃক সম্পত্তি"।
শুভেন্দু আরও লিখেছেন, "বিধায়ক সুকুমার দে'র বক্তব্য যেহেতু অনুদানের টাকা সরকার দিচ্ছে, সেহেতু ক্লাবগুলিকে পুজোর মণ্ডপে মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগাতেই হবে বাধ্যতা মূলকভাবে, এবং তিনি তার বিধানসভার অধীনস্ত সরকারি অনুদান প্রাপ্ত ক্লাবগুলির পুজো মণ্ডপ ঘুরে দেখবেন, এবং তার কথামতো যদি কোনো মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকে তাহলে সেই ক্লাব যাতে আগামী বছর অনুদান না পায় সেই ব্যবস্থা তিনি করবেন। নন্দকুমারে বিধায়ককে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই সরকার অনুদানের যে টাকা ক্লাবগুলিকে দিচ্ছে সেই টা পশ্চিমবঙ্গের জনগনের ট্যাক্স এর টাকা আপনার দলের টাকা নয়, তৃণমূলের কোনো নেতার পৈতৃক টাকা নয়। আর আগামী বছরের ব্যপার আগামী বছর দেখা যাবে, আপনার দল সরকার ক্ষমতায় আসবেনা, আগামী বছর আপনিও এক্স এমএলএ হবেন আর আর আপনার মালিক ও এক্স হবেন তাই ক্ষমতার দম্ভে হুমকি, আস্ফালন দেখানোর আগে ভালো করে ভেবেচিন্তে কথা বলুন"।
মুখ্যমন্ত্রী দুর্গাপুজোয় ক্লাবগুলির সরকারি অনুদান দিচ্ছেন, এই টাকা রাজ্যের জনগনের করের টাকা। কিন্তু নন্দকুমারের বিধায়ক সুকুমার দে যেভাবে ক্লাবগুলিকে ধমকাচ্ছেন মনে হচ্ছে অনুদানের টাকা যেন ওনাদের পৈতৃক সম্পত্তি।
— Suvendu Adhikari (@SuvenduWB) September 19, 2025
বিধায়ক সুকুমার দে'র বক্তব্য যেহেতু অনুদানের টাকা সরকার দিচ্ছে,… pic.twitter.com/9GdMOT0jhl