Mamata Banerjee: 'বাংলা বললেই কেউ বাংলাদেশী হতে পারে না', দিল্লিতে বাঙালি হেনস্থায় BJP-কে তুলোধনা মমতার

Jai Hind Colony harassment: দিল্লির জয় হিন্দ কলোনিতে বহু বাঙালি পরিবারের বিদ্যুৎ, জলের সংযোগ কেটে দেওয়ার অভিযোগ বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে। সমালোচনায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়।

Jai Hind Colony harassment: দিল্লির জয় হিন্দ কলোনিতে বহু বাঙালি পরিবারের বিদ্যুৎ, জলের সংযোগ কেটে দেওয়ার অভিযোগ বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে। সমালোচনায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal SSC Recruitment Case Verdict Mamata Banerjee reassures joblosers

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে বহু বাঙালি পরিবারের বিদ্যুৎ, জল সরবরাহ বন্ধ করে দেওয়া নিয়ে BJP-কে তুলোধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডলে দিল্লির BJP শাসিত সরকারকে নিশানা করে সোচ্চার মুখ্যমন্ত্রী। ''বাংলা বললেই কেউ বাংলাদেশী হতে পারে না", কেন্দ্রের শাসকদলকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisment

দিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনিতে একাধিক বাঙালি পরিবারের সঙ্গে সেখানকার বিজেপি শাসিত সরকার চূড়ান্ত বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, BJP নেতৃত্বাধীন সরকারের নির্দেশে তাদের জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুতের মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাসিন্দারা আরও দাবি করেছেন যে, আরএএফ কর্মীদের সহায়তায় দিল্লি পুলিশ তাদের জন্য ব্যবস্থা করা জলের ট্যাঙ্কারগুলিকেও আটকে দিয়েছে। গত ডিসেম্বরে দিল্লি পুলিশের আরও একটি অপরাধের পর বিষয়টি বিচারাধীন থাকা সত্ত্বেও জোরপূর্বক উচ্ছেদ চলছে। আশ্রয়, জল, বিদ্যুতের মৌলিক অধিকার পদদলিত করা হলে দেশের সরকার কীভাবে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে দাবি করতে পারে, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

এক্স পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির সরকারের সমালোচনা করে লিখেছেন, "বাংলায় ১.৫ কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক মর্যাদার সাথে বসবাস করেন। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলির ক্ষেত্রেও একই কথা বলা যায় না, যেখানে বাঙালিদের তাদের নিজস্ব দেশে অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলা বললে কেউ বাংলাদেশী হতে পারে না। এই ব্যক্তিরা অন্য যে কোনও ব্যক্তির মতোই ভারতের নাগরিক, তারা যে ভাষাতেই কথা বলুক না কেন। পশ্চিমবঙ্গে বাঙালিদের বঞ্চিত করার প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর, বিজেপি এখন কৌশলগত এবং পদ্ধতিগতভাবে তাদের বাংলা-বিরোধী এজেন্ডা দেশের অন্যান্য অংশে রপ্তানি করছে।"

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live updates: 'কোনও ভয় নেই, কাশ্মীরে যান', ওমর আবদুল্লাকে পাশে নিয়ে আবেদন মমতার

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, "গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা এবং মধ্যপ্রদেশ থেকে বিরক্তিকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাভাষী ব্যক্তিরা লক্ষ্যবস্তু নির্যাতনের শিকার হচ্ছেন। এখন এই বৈরিতার ধরণটি রাজধানীতেও পৌঁছেছে। যখন বাংলার মানুষদের তাদের নিজের দেশেই অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে, তখন আমরা চুপ করে থাকব না। আমরা প্রতিটি সম্ভাব্য জায়গায় এই বিষয়টি নিয়ে সোচ্চার হব।"

আরও পড়ুন- Calcutta High Court:'নতুন নিয়োগে অযোগ্যদেরও সুযোগ থাকুক', রাজ্য-SSC-র আর্জিতে কী জানাল ডিভিশন বেঞ্চ?

delhi Bengali News Today CM Mamata banerjee