বন্ধুকে কিস্তিতে মোবাইল কিনে দেওয়ার পর সেই কিস্তির টাকা চাইতে যাওয়ায় লাঠি ও রড দিয়ে বন্ধুর বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বন্ধু এবং তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। বেধড়ক মারধরে মৃত্যু প্রৌঢ়ের, গুরুতর আহক আরও ২। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার আছুয়া গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম আসগর শেখ (৫২)। তাঁর বাড়ি ফরাক্কার বেনিয়াগ্রাম পঞ্চায়েতের আছুয়া গ্রামে। অভিযোগ, মৃত আসগর সেখের ছেলে আনার সেখ তার বন্ধু জনি সেখকে একটি মোবাইল কিনে দেয় কিস্তিতে। কিস্তির টাকা বন্ধু জনি একবার দেওয়ার পর আর দেয়নি। বারবার টাকা চেয়ে না পেয়ে জনির বাবাকে গতকাল দুপুরে বলতে যায় আনার সেখ। তখন কথা কাটাকাটি হয়। এরপর আনার তার নিজের বাড়িতে চলে আসে। এরপর জনি ও তার বাবা রেহেসান সেখ আনার সেখের বাড়িতে চড়াও হয়। লাঠি ও রড দিয়ে বেধড় মারধর শুরু করে আনারের পরিবারকে।
মারধরের জেরে গুরুত্বর জখম হয় আনার সেখ, তার বাবা আজগর সেখ ও তার এক ভাই। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তিন জনকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক আনারের বাবা আসগর সেখকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাকি দু'জনকে স্থানান্তরিত করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। এদিকে, ততক্ষণে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরাক্কা থানার পুলিশ।
আরও পড়ুন- Bomb explosion :ভয়াবহ বিস্ফোরণে ভেঙে পড়ল বাড়ি, চ্ছিন্নভিন্ন হয়ে বীভৎস মৃত্যু, জখম বেশ কয়েকজন
মোবাইলের কিস্তির টাকা না দেওয়া নিয়েই গন্ডগোলের সূত্রপাত বলে জানতে পেরেছে পুলিশ। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হামলায় অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন- West Bengal live news Updates:'শুভেন্দু যা বলেছেন আমারও ওই একই কথা', মুসলিমদের নিয়ে মন্তব্যে অবস্থান স্পষ্ট শমীকের