Bomb explosion :ভয়াবহ বিস্ফোরণে ভেঙে পড়ল বাড়ি, চ্ছিন্নভিন্ন হয়ে বীভৎস মৃত্যু, জখম বেশ কয়েকজন

Bomb Blast: শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকার একাধিক বাড়িতে পর্যন্ত ফাটল তৈরি হয়েছে। পুলিশ বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে।

Bomb Blast: শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকার একাধিক বাড়িতে পর্যন্ত ফাটল তৈরি হয়েছে। পুলিশ বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

প্রতীকী ছবি।

বোমা বাঁধার সময়েই ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। বিকট শব্দে পর পর হওয়া বিস্ফোরণে উড়ে যায় লাগোয়া একাধিক বাড়ির চাল। ভেঙে পড়ে বাড়ির দেওয়াল। শুক্রবার রাত ৯ টা নাগাদ পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজৌর গ্রামে হওয়া বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৩ জন। পুলিশ এই ঘটনার তদন্তু শুরু করলেও রাজৌর গ্রামের বাসিন্দা মহলে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। বাসিন্দাদের অনুমান, হয়তো বালি খাদানের দখল নেওয়ার জন্য গোপনে বোমা বাঁধানো হচ্ছিল। 

Advertisment

বোমা বিস্ফোরণে মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা না গেলেও পুলিশ জেনেছে জখম তিনজনের নাম সেখ তুফান চৌধুরী, ইব্রাহিম সেখ ও সফিক মণ্ডল। চিকিৎসার জন্য এই তিনজনকে ভর্তি করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। জখমরা সকলেই রাজৌর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। রাজৌর গ্রামের বাসিন্দারা জানান, বিস্ফোরণের সময় অত্যন্ত বিকট শব্দ হয় । এমন বিকট শব্দ তাঁরা আগে কখনও শোনেননি। বিস্ফোরণের তীব্রতায় গ্রামের ঘর-বাড়ি সব কেঁপে ওঠে। বিস্ফোরণের পর থেকে গ্রামের মানুষজন আতঙ্কে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে রাজৌর গ্রাম। কয়েক সেকেণ্ডের ব্যবধানে পর পর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় এলাকার একাধিক বাড়িতে ফাটল ধরে যায়। তার মধ্যে একটি বাড়ির দেওয়াল ভেঙে যায়। চালা উড়ে যায় একাধিক বাড়ির। লম্বু শেখ নামে রাজৌর গ্রামের এক বাসিন্দা ওই ব্যক্তির পরিত্যক্ত বাড়িতে দুস্কৃতীদের দিয়ে বোমা বাঁধাচ্ছিল বলে এলাকায় খবর রটেছে। এলাকার বাসিন্দাদের অনুমান, স্থানীয় দুস্কৃতীদের পাশাপাশি বহিরাগত দুস্কৃতীরা মিলে শুক্রবার বোমা বাঁধছিল। তা থেকেই এই বিস্ফোরণ।

আরও পড়ুন- Adhir Chowdhury:'ছাত্রীটি হিম্মত না দেখালে মনোজিৎ তৃণমূলের বিপ্লবী হয়েই থাকত', শাসকদলকে ধুয়ে দিলেন অধীর

Advertisment

বোমা বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায়  কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী। বিস্ফোরণ স্থল ঘিরে রেখে পুলিশ, তদন্ত শুরু হয়েছে। কী ধরনের বিস্ফোরক ছিল? কোথা থেকে সেই সব বিস্ফোরক রাজৌর গ্রামে আনা হয়েছিল? তা পুলিশ জানার চেষ্টা করছে। মৃত ও জখমরা ছাড়া আর কেউ বোমা বাঁধার কাজে যুক্ত ছিল কিনা সে ব্যাপারেও পুলিশ খোঁজ নিচ্ছে। কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক (এস ডি পি ও) কাশীনাথ মিস্ত্রি জানান, বোমা বিস্ফোরণে একজন মারা গেছে। কয়েকজন জখম হওয়ার খবর পাওয়া গেছে। 

আরও পড়ুন- Malda News: নাবালিকা ধর্ষণ মামলায় স্কুল শিক্ষকের যাবজ্জীবন সাজা, আদালতের রায়ে খুশির হাওয়া পরিবারে

police bomb blast Purba Bardhaman