/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/arrest-759.jpg)
প্রতীকী ছবি।
Man arrested in Kolkata for allegedly making passport using fake documents: একই আধার নম্বর ব্যবহার করে আলাদা আলাদা নামে পাসপোর্ট তৈরির চেষ্টা, খাস কলকাতায় পুলিশের জালে এক ব্যক্তি। ধৃত ব্যক্তি বাগুইআটির বাসিন্দা বলে জানা গিয়েছে। জাল পাসপোর্ট চক্রের তদন্তে নেমে এর আগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জেরাতেই এই ব্যক্তির সন্ধান মিলেছিল। সূত্র মারফত পওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগুইআটির বাসিন্দা ত্রিদীপ মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
'ভূতুড়ে ভোটার' নিয়ে উত্তাল রাজ্য। রাজ্যের ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারদের নাম রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ভোটার তালিকা নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে বিরোধী দল বিজেপিরও। দুই পক্ষই এ ব্যাপারে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে দেখা করে আলাদা আলাদা ভাবে নিজেদের অভিযোগ জানিয়ে এসেছে।
এবার খাস কলকাতায় একই আধার নম্বর ব্যবহার করে ভিন্ন ভিন্ন নামে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে বাগুইআটির এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ত্রিদীপ মণ্ডল নামে ওই ব্যক্তি বাগুইআটির জ্যাংড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
অভিযোগ একই আধার নম্বর ব্যবহার করে একাধিক নাম দিয়ে পাসপোর্ট তৈরি করতেন এই ব্যক্তি। ভুয়ো পাসপোর্ট মামলায় গ্রেফতার হওয়া বেশ কয়েকজনকে জেলরায় এই ত্রিদীপ মণ্ডলের হদিশ মিলেছিল বলে পুলিশ সূত্রের দাবি। জাল নথি ব্যবহার করে এই ত্রিদীপ মণ্ডল ভুয়ো পাসপোর্ট তৈরির চক্রের সঙ্গে জড়িত ছিল বলে দাবি পুলিশের।
আরও পড়ুন- Dol: দোল উপলক্ষে নিরামিষ খাবার খেতে আবেদন, তৃণমূল নেতার কথায় তুঙ্গে চর্চা
ধৃতকে আজই আদালতে তোলা হবে। পুলিশ সূত্রের আরও দাবি, এভাবে জাল নথি ব্যবহার করে বাংলাদেশিদেরও এদেশে ঢুকতে সাহায্য করছে এই চক্রটি। দেশের নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি বড়সড় বিপদ বলেও দাবি ওয়াকিবহাল মহলের।