Dol: দোল উপলক্ষে নিরামিষ খাবার খেতে আবেদন, তৃণমূল নেতার কথায় তুঙ্গে চর্চা

Nadia News: এবার তৃণমূল নেতার এহেন আবেদন এখন দারুণ চর্চায়। খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার পুরোপুরি উল্টো পথে হেঁটে তাঁরই দলের নেতার এই আবেদন ঘিরে প্রশ্ন উঠেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

Holi 2025: প্রতীকী ছবি।

Nabadwip municipality chairman biman saha appeals for 3 days of vegetarian food on occasion of Dol: দোল (Dol) উপলক্ষে এবার নিরামিষ আহারের পরামর্শ তৃণমূল নেতার। দোল উপলক্ষে তিন দিন নবদ্বীপের (Nabadwip) বাসিন্দাদের নিরামিষ আহারের পরামর্শ দিলেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। তাঁরই দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন, "যার যা ইচ্ছে খাবেন, যার যা ইচ্ছে পোশাক পরবেন।" দলনেত্রীর এমন বার্তার একেবারে উল্টো পথে হেঁটে তৃণমূলেরই এক নেতার এহেন আবেদন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisment

দোল উপলক্ষে এবার নবদ্বীপ পুরসভায় একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই নবদ্বীপের বিভিন্ন বৈষ্ণব মঠের প্রধানরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা নবদ্বীপবাসীর উদ্দেশ্যে একটি আবেদন করেছেন।

কী আবেদন পুরপ্রধানের?

"চৈতণ্যদেবের আবির্ভাব তিথিতে নবদ্বীপে লক্ষ-লক্ষ ভক্ত আসছেন। তাঁদের মধ্যে অধিকাংশই নিরামিষভোজী। নবদ্বীপবাসীর কাছে পুরসভার তরফে আবেদন রেখেছি আগামী ১৩, ১৪ এবং ১৫ মার্চ এই তিন দিন নিরামিষ। আমরা তো আলাদা করে আইন তৈরি করতে পারি না। তাই এটা আইন নয়, আবেদন। আমার মনে হয় আইনের মতই এটা মানুষ ধরে নেবেন, তা পালনও করবেন।"

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দুই? কোনও রাখঢাক না রেখেই এবার সুকান্ত যা বললেন...

উল্লেখ্য, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। বিভিন্ন সভা, বৈঠকে তৃণমূল সুপ্রিমো যার যা ইচ্ছে খাবার এবং যার যা ইচ্ছা পোশাক পরার কথা বলেন। তবে দলনেত্রীর কথার একেবারে উল্টো পথে হেঁটে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের এভাবে নিরামিষ ভোজনের আবেদন এখন জোরদার চর্চায়। তবে রাজনৈতিক ব্যক্তিরা যায় বলুন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার এই আবেদন খুশি করেছে নবদ্বীপের বৈষ্ণব সমাজকে। নবদ্বীপের বিভিন্ন মঠের প্রধানরা নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের এই আবেদনকে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুন- JU: যাদবপুরের গরিমায় বেনজির ধাক্কা! রাজ্যকেই দায়ী করে সুর চড়াচ্ছে BJP

tmc holi Chief Minister Mamata Bengali News Today Dol news in west bengal news of west bengal