/indian-express-bangla/media/media_files/2024/12/30/zFhf8sW84nCoDuXLoWds.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
NRC আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়। বাড়ি থেকে উদ্ধার প্রৌঢ়ের ঝুলন্ত দেহ। উত্তর ২৪ পরগনার পানিহাটির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ৫৭ বছরের প্রদীপ করের দেহ। "এই মর্মান্তিক মৃত্যু BJP-র বিষাক্ত প্রচারের প্রত্যক্ষ পরিণতি।" সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এসআইআর (Special Intensive Revision) ঘোষণার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রদীপবাবু। অবসাদে ভুগছিলেন তিনি। আজ সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও তাঁর সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখতে পান প্রদীপ করের ঝুলন্ত দেহ।
ঘটনার পর উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা ছিল, “আমার মৃত্যুর দায় NRC-র।” এই নোট সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকায়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অনেকেই মানসিক চাপে রয়েছেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে, এই আত্মহত্যার খবর প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে পোস্ট করে গভীর শোক প্রকাশ করেছেন এবং SIR ইস্যু নিয়ে রাজ্যবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন- 100 days work:সুপ্রিম কোর্টে জয়ের পর নতুন পদক্ষেপ! ১০০ দিনের কাজ নিয়ে এবার হাইকোর্টে রাজ্য
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "পানিহাটির ৫৭ বছর বয়সী প্রদীপ কর আত্মহত্যা করেছেন, একটি চিরকুট রেখে গেছেন যেখানে লেখা আছে, "আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী।" বিজেপির ভয় ও বিভাজনের রাজনীতির এর চেয়ে বড় অভিযোগ আর কী হতে পারে?
ভাবতেই আমার মাথায় আসে, বছরের পর বছর ধরে বিজেপি কীভাবে এনআরসির হুমকি দিয়ে নিরীহ নাগরিকদের উপর নির্যাতন চালিয়ে আসছে, মিথ্যা ছড়িয়েছে, আতঙ্ক ছড়িয়েছে এবং ভোটের জন্য নিরাপত্তাহীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা সাংবিধানিক গণতন্ত্রকে একটি কঠোর আইন-শাসনে পরিণত করেছে, যেখানে মানুষকে তাদের অস্তিত্বের অধিকার নিয়ে সন্দেহ পোষণ করতে বাধ্য করা হচ্ছে।"
57-year-old Pradeep Kar from 4 Mahajyoti Nagar, Panihati, Khardaha (Ward No. 9) has taken his own life, leaving behind a note that says, “NRC is responsible for my death.” What greater indictment can there be of the BJP’s politics of fear and division?
— Mamata Banerjee (@MamataOfficial) October 28, 2025
It shakes me to the very…
এক্স পোস্টে মুখ্যমন্ত্রী এদিন আরও লিখেছেন, "এই মর্মান্তিক মৃত্যু BJP-র বিষাক্ত প্রচারের প্রত্যক্ষ পরিণতি। যারা দিল্লিতে বসে জাতীয়তাবাদ প্রচার করে তারা সাধারণ ভারতীয়দের এমন হতাশার দিকে ঠেলে দিয়েছে যে তারা তাদের নিজের দেশেই মারা যাচ্ছে, এই ভয়ে যে তাদের 'বিদেশী' ঘোষণা করা হবে।
আমি দাবি করছি কেন্দ্রীয় সরকার এই নির্মম খেলা চিরতরে বন্ধ করুক। বাংলা কখনই এনআরসিকে অনুমতি দেবে না, এবং কাউকে আমাদের জনগণের মর্যাদা বা স্বত্ব কেড়ে নিতে দেবে না। আমাদের মাটি মা, মাটি, মানুষের, ঘৃণার উপর ভর করে এমনদের নয়। দিল্লির জমিদারদের এই কথাটি স্পষ্টভাবে শুনতে দিন, বাংলা প্রতিরোধ করবে, বাংলা রক্ষা করবে এবং বাংলা জয়ী হবে।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us