/indian-express-bangla/media/media_files/2025/10/28/hayat-2025-10-28-15-31-21.jpg)
Kolkata club attack: কলকাতার পাঁচতারা হোটেলে মহিলাকে হেনস্থার অভিযোগ। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
কলকাতার এক পাঁচতারা হোটেলের ক্লাবে চাঞ্চল্যকর ঘটনা। রবিবার ভোররাতে পার্টির মাঝেই এক তরুণীকে যৌন হেনস্থা, মারধর ও বিয়ার বোতল ছুড়ে আক্রমণের অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে রবিবার ভোররাত ৪টা থেকে ৫টার মধ্যে। অভিযোগ, ওই তরুণী তাঁর স্বামী, ভাই ও বন্ধুদের সঙ্গে পার্টিতে অংশ নিচ্ছিলেন। হেনস্থার পর প্রায় আধঘণ্টা ধরে তিনি হোটেলের লিকার রুমে লুকিয়ে ছিলেন বলে জানা গেছে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।
বিধাননগর দক্ষিণ থানায় এই ঘটনায় মামলা রুজু হয়েছে। FIR-এ নাম রয়েছে পার্ক স্ট্রিটের বাসিন্দা নাসির খান ও জুনায়েদ খানের। অভিযোগকারিণীর বক্তব্য অনুযায়ী, “আমি যখন আমার টেবিলে পার্টি করছিলাম, তখন নাসির খান, জুনায়েদ খান এবং তাঁদের সঙ্গীরা আমার উপর হামলা চালায় ও যৌন হেনস্থার চেষ্টা করে। আমার ভাই বাধা দিতে গেলে ওর দিকেও বোতল ছোঁড়া হয়। আমরা পালানোর চেষ্টা করি, কিন্তু জুনায়েদ খান আরও প্রায় ২০ জন ছেলেকে ডেকে এনে আবার আক্রমণ চালায়।”
আরও পড়ুন- Cyclone Montha:মন্থার তাণ্ডব আতঙ্কের আগে থেকেই মেঘলা আকাশ কলকাতায়, বাড়ছে আশঙ্কা
তরুণীর আরও অভিযোগ, “আমি পুলিশ হেল্পলাইন নম্বরে ফোন করি, কিন্তু তারা ক্লাবের দরজা বন্ধ করে দেয়। কয়েকজন ছেলে আমাকে জোর করে ধাক্কা দিতে থাকে ও অশালীনভাবে স্পর্শ করে। আমি মেডিক্যাল রিপোর্ট জমা দিয়েছি এবং ক্লাবের সিসিটিভিতেও আক্রমণের ভিডিও রয়েছে।”
আরও পড়ুন-100 days work:সুপ্রিম কোর্টে জয়ের পর নতুন পদক্ষেপ! ১০০ দিনের কাজ নিয়ে এবার হাইকোর্টে রাজ্য
অভিযোগে আরও বলা হয়েছে, “জুনায়েদ খান ও নাসির খান দু'জনই অপরাধী। নাসির খান ২০১২ সালের পার্ক স্ট্রিট ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং ২০২০ সালে জেল থেকে মুক্তি পেয়েছেন। বর্তমানে তারা আমাকে ফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছে।”
আরও পড়ুন-West Bengal news Live Updates:ভক্তি থেকে বিপত্তি! ছট পুজোর সকালে গঙ্গায় নেমে তলিয়ে গেলেন তিনজন
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us