Advertisment

Central referral system: আম আদমির জন্য সুখবর! কোন হাসপাতালে কত বেড খালি? এবার জানুন আগেভাগেই

Central referral system: সাধারণ মানুষের জন্য দারুণ সুখবর। এবার আগেভাগেই জেনে নেওয়া যেতে পারে কোন হাসপাতালে কত বেড খালি রয়েছে। চালু পাইলট প্রোজেক্ট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Central referral system,Medical College Hospitals of Kolkata,West Bengal,NRS Medical College,SSKM,Kolkata News,সেন্ট্রাল রেফারেল সিস্টেম, কলকাতার খবর

প্রতীকী ছবি।

Central referral system: কলকাতার পাঁচটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে চালু সেন্ট্রাল রেফারেল সিস্টেম (Central referral system)। আপাতত পাইলট প্রোজেক্ট হিসেবেই পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু রাজ্যে। তবে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একসঙ্গে সব হাসপাতালেই এখনই ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ড বসানো হবে না।

Advertisment

সাধারণ মানুষের জন্য এই খবর দারুণ আনন্দের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার জন্য ফি দিন কলকাতা শহরে ছুটে যান কাতারে কাতারে মানুষ। শহর কলকাতার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে জেলার রোগীদেরই উপচে পড়া ভিড়। কোন হাসপাতালে কত বেড খালি রয়েছে এতদিন পর্যন্ত সে ব্যাপারে আগে-ভাগে  জানার উপায় ছিল না। হাসপাতালে পৌঁছে এই ব্যাপারে খোঁজখবর করলে তথ্য মিলতো।

তবে এবার পরিস্থিতির বদল ঘটতে পারে। পরীক্ষামূলকভাবে কলকাতার পাঁচটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চালু সেন্ট্রাল রেফারেল সিস্টেম। জানা গিয়েছে, মেডিকেল কলেজ হাসপাতালগুলির জরুরি বিভাগের পাশেই একটি বোর্ড ঝোলানো হবে। সেই বোর্ডে লেখা থাকবে কোন হাসপাতালে কত বেড খালি আছে। 

আরও পড়ুন- Digha: কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নতুন রুট', দুরন্ত প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সৈকতনগরীতে

আরও পড়ুন- Holidays: সরকার চাইলেই আগামী বছরের কালীপুজোয় টানা ৬ দিনের ছুটি! কীভাবে? জানুন ঝটপট

তবে এখনই রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে এই পদ্ধতি চালুর কথা ভাবা হচ্ছে না। শুধুমাত্র শহর কলকাতার পাঁচটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাইলট প্রজেক্ট হিসেবে পরীক্ষামূলকভাবে চালু রেফারেল সিস্টেম। জানা গিয়েছে, ষষ্ঠদশ অর্থ কমিশনে স্বাস্থ্য খাতে আর্থিক অনুদান পেতে ইতিমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই ব্যাপারে পরিকাঠামগত বাজেট প্রস্তাব তৈরির তৎপরতা নবান্নের। কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনে একেবারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে জেলা হাসপাতালগুলির পরিকাঠামোগত আমূল বদলের কথা ভাবা হচ্ছে।

আরও পড়ুন- Kolkata Metro: উৎসবের মরশুমে পাতালপথে নয়া ইতিহাস! গর্বের জবর খবর শেয়ার কলকাতা মেট্রোর

Government Hospitals Central referral system kolkata
Advertisment