/indian-express-bangla/media/media_files/2025/10/30/rain-pic-2025-10-30-15-00-07.jpg)
Mantha Cyclone update: প্রতীকী ছবি।
Cyclone Mantha:শক্তি হারালেও দম হারায়নি ঘূর্ণিঝড় মন্থা। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই তেড়ে বৃষ্টি নেমেছে কলকাতায়। শুধু মহানগর নয়, আশেপাশের উত্তর ২৪ পরগনা, দমদম, বিধাননগর-সহ বিস্তীর্ণ এলাকাও ভিজেছে মুষলধারে বৃষ্টিতে। আকাশ ঢাকা কালো মেঘে, শহরজুড়ে নেমেছে শীতল স্নিগ্ধতার পরশ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্থা। তবে আশঙ্কার তুলনায় প্রভাব অনেকটাই কম। অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন হরিচায় ক্ষয়ক্ষতি হলেও পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়েনি। তবে এর পরোক্ষ প্রভাবেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ল্যান্ডফলের আগেই শক্তি হারিয়ে মন্থা গভীর নিম্নচাপে পরিণত হয়। তার জেরেই বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুধু বৃহস্পতিবারই নয়, আগামীকাল অর্থাৎ শুক্রবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়—দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, হুগলি প্রভৃতি এলাকায়—হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন- AI প্রযুক্তি নাকি রাজনৈতিক ষড়যন্ত্র? ফেক ভিডিও কাণ্ডে গ্রেপ্তার জনপ্রিয় আইনজীবী
অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায়ও বৃষ্টি চলছে। বিশেষ করে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা ও উত্তর দিনাজপুরে বৃষ্টির দাপট বেশি। দার্জিলিং ও কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির কারণে ফের একবার ধস নামার আশঙ্কা রয়েছে বিভিন্ন পাহাড়ি রাস্তায়। আবহাওয়া দপ্তরের পরামর্শ, আগামী ২৪ ঘণ্টা রাজ্যের উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে সতর্কতা বজায় রাখা জরুরি।
আরও পড়ুন-Bank holidays:নভেম্বরেও ছুটির পর ছুটি! ক'দিন বন্ধ থাকবে ব্যাংক? ভোগান্তি এড়াতে আগেভাগে জানুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us