Weather Update: আকাশ ভেঙে পড়ার জোগাড়! লাগাতার বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ প্রান্ত, ব্যাহত ট্রেন চলাচল

Kolkata heavy monsoon disruption: ভরা বর্ষায় ফুঁসছে নিম্নচাপ। তারই জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় লাগাতার বৃষ্টি চলছে। দিকে দিকে জল জমে চরমে ভোগান্তি।

Kolkata heavy monsoon disruption: ভরা বর্ষায় ফুঁসছে নিম্নচাপ। তারই জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় লাগাতার বৃষ্টি চলছে। দিকে দিকে জল জমে চরমে ভোগান্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
continuous rain July 8 2025 Kolkata  ,Kolkata waterlogging trains suspended,  Sealdah suburban line disruption  ,South Bengal flood July 2025  ,Kolkata heavy monsoon disruption,৮ জুলাই ২০২৫ টানা বৃষ্টি কলকাতা,  কলকাতা জলাবদ্ধতা ট্রেন সেবা বন্ধ,  শিয়ালদহ উত্তর দক্ষিণ টানা জল,  দক্ষিণবঙ্গ বন্যা ২০২৫  ,বর্ষার কারণে ট্রেন চলাচল ব্যাহত

continuous rain July 8 2025 Kolkata: লাগাতার বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ প্রান্ত।

রাতভর দফায় দফায় বৃষ্টি হয়েছে শহর কলকাতায়। স্বাভাবিকভাবেই টানা বৃষ্টিতে জল জমে দুর্ভোগের চেনা ছবি ফিরেছে শহরে। দিকে দিকে জল জমে যারপরনাই দুর্ভোগ শহরবাসীর।

Advertisment

 কলকাতায় ফের জল-যন্ত্রণার পুরনো ছবি সামনে এল। ভরা বর্ষায় নিম্নচাপ, একটানা বৃষ্টি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র। বেলা বাড়লেও বৃষ্টির বিরাম নেই। কলকাতা শহরের দিকে দিকে কোথাও হাঁটু সমান জল কোথাও বা কোমর সমান জল দাঁড়িয়ে গেছে।

উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট থেকে শুরু করে ঠনঠনিয়া কালীবাড়ি চত্বর থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কোথাও গোড়ালি জল, তো কোথাও হাঁটু-সমান জল দাঁড়িয়েছে। কোথাও আবার কোমর সমান জলে দুর্ভোগ চরমে। জলমগ্ন রাস্তা দিয়ে অত্যন্ত ধীর গতিতে চলছে গাড়ি। স্বাভাবিকভাবেই কলকাতার দিকে দিকে যানজট সকাল থেকেই। বৃষ্টি না কমলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- West Bengal News live updates: ভয়াবহ ভয়ঙ্কর দুর্ঘটনা! চলন্ত ট্রেনের ধাক্কা স্কুলবাসে, মর্মান্তিক মৃত্যু পড়ুয়াদের, আর্তনাদ-হাহাকার!

Advertisment

 মধ্য কলকাতার পাশাপাশি জল জমেছে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, ঢাকুরিয়া, যোধপুর পার্ক, যাদবপুর সহ বিস্তীর্ণ প্রান্তে। পুরসভার কর্মীরা কোথাও-কোথাও পাম্প লাগিয়ে জল বের করার চেষ্টা করছেন। তবে তাঁরাও বৃষ্টি না কমলে পরিস্থিতি সামলানো বেশ কঠিন হতে পারে বলেই আশঙ্কা করছেন। সব মিলিয়ে কাজের দিনে কলকাতা শহরের এই জলছবি রীতিমতো উদ্বেগের। পুরসভার আধিকারিকরা পরিস্থিতির উপর সর্বক্ষণ নজরদারি চালাচ্ছেন।

আরও পড়ুন- mobile science exhibition:চলন্ত বাসে বিজ্ঞান প্রদর্শনী, প্রত্যন্ত এলাকার স্কুলে স্কুলে বিপুল উৎসাহ ছাত্রছাত্রীদের

অন্যদিকে, জল জমেছে উত্তর কলকাতার দিকে দিকে। উল্টোডাঙা থেকে শুরু করে চিনার পার্ক জল থৈথৈ অবস্থা। বিকেপাল অ্যাভিনিউ থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় জল জমার ছবি সামনে এসেছে। একই অবস্থা রাসবিহারী, কালীঘাট চত্বরেও। সড়কপথের পাশাপাশি মঙ্গলবার রেলপথে ও জলযন্ত্রণা। 

শিয়ালদহ উত্তর এবং দক্ষিণ শাখার রেললাইনের বিভিন্ন অংশ জলে ডুবে গেছে। সকাল থেকেই শিয়ালদহ উত্তর শাখার পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক রুটে বৃষ্টির জেরে জমা জলে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার খবর মিলেছে।

আরও পড়ুন- fraud case:IPS পরিচয়ে তরুণীর সঙ্গে 'প্রেম', লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে উধাও যুবক, শেষমেশ কী হল?

 এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের এই বৃষ্টি আজ দিনভর চলবে দফায় দফায়। এমনকী আগামীকাল বুধবারেও এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে রাজ্যের জেলায়-জেলায়। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতির একটা সম্ভাবনা রয়েছে।

rain kolkata Waterlogged street