Calcutta High Court:'যথেষ্ট হয়েছে সবেরই একটা সীমা থাকে', 'দাগি' শিক্ষকদের আর্জিতে যারপরনাই ক্ষুব্ধ হাইকোর্ট

WB SSC Scam: স্কুল সার্ভিস কমিশনের নয়া নিয়োগ পরীক্ষায় বসার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 'দাগি' শিক্ষকদের একাংশ।

WB SSC Scam: স্কুল সার্ভিস কমিশনের নয়া নিয়োগ পরীক্ষায় বসার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 'দাগি' শিক্ষকদের একাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata high court

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

SSC recruitment: সুপ্রিম কোর্টের নির্দেশে শেষমেশ নবম-দশম এবং একাদশ-দ্বাদশের 'অযোগ্য' শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বা SSC। এতেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। এই তালিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাড়ে ৩৫০ জন 'দাগি' শিক্ষক। তাঁদের আবেদন শুনে এবার যারপরনাই বিরক্তি প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে 'দাগি' শিক্ষকদের মামলাটিও খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

Advertisment

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য 'দাগি' শিক্ষকদের আবেদন শুনে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন। বিরক্তির সুরে তিনি বলেছেন, "সবকিছুর একটা লিমিট থাকে। এনাফ ইজ এনাফ।"

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে অযোগ্য শিক্ষকদের আইনজীবী তাঁর সওয়ালে বলেন, "ডিভিশন বেঞ্চ আমাদের 'দাগি' বলেনি। সুপ্রিম কোর্টেও যে কারণগুলিতে 'অযোগ্য' হিসেবে চিহ্নিত করা হয় সেটি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।" সেই সঙ্গে ওই আইনজীবীর আরও দাবি, তাঁর মক্কেলরা কেউই ফাঁকা OMR শিট জমা দিয়ে চাকরি পাননি।

Advertisment

আরও পড়ুন- West Bengal News live updates:সূত্রের খবরে দুরন্ত অভিযান! পালানোর পথই পায়নি দুষ্কৃতীরা, খাস কলকাতায় বড় গ্রেফতারি

এরপর 'দাগি' শিক্ষকদের আইনজীবীর উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য পাল্টা প্রশ্ন করেন, "৩১ ডিসেম্বরের পর যখন কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছিল তখন কি আপনারা ঘুমোচ্ছিলেন? সেই সময় আদালতে আসেননি কেন? সুপ্রিম কোর্টেও বা যাননি কেন? লিস্ট বেরনো পর্যন্ত অপেক্ষা করলেনই বা কেন?"

আরও পড়ুন- SCO Summit:ট্রাম্পকে চাপে ফেলতে 'মাস্টারপ্ল্যান'! মোদী-পুতিনকে পাশে নিয়েই বড় ঘোষণা চিনের প্রেসিডেন্টের

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই পরীক্ষায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 'দাগি' চাকরিপ্রার্থীদের একাংশ। যদিও আগেই শীর্ষ আদালত এই ব্যাপারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে একজন 'দাগি' শিক্ষকও SSC-এর এই নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না। 

আরও পড়ুন- JU: বেনজির! মেয়ের স্মৃতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ফ্ল্যাট দান মায়ের

কোনওভাবে একজন 'দাগি' শিক্ষকও যদি নতুন নিয়োগ পরীক্ষায় বসেন তাহলে তার 'ফল' ভুগতে হবে রাজ্যকে, চরম বার্তা দিয়ে এমনই জানিয়ে দিয়েছিল সর্বোচ্চ আদালত। এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য রীতিমতো ভর্ৎসনা করলেন 'দাগি' শিক্ষকদের। সেই সঙ্গে খারিজ করে দেওয়া হয়েছে 'অযোগ্য' শিক্ষকদের দায়ের করা মামলাটিও।

WB SSC Scam SSC recruitment kolkata highcourt