দুর্গাপুর ধর্ষণকাণ্ডে নয়া মোড়, মুখ্যমন্ত্রীর কাছে কেন প্রকাশ্যে 'ক্ষমা' চাইলেন নির্যাতিতার বাবা?

২৩ বছরের মেডিক্যাল ছাত্রীর ওপর গণ*ধর্ষণের অভিযোগে উত্তাল হয়েছিল রাজ্য। বুধবার সেই ঘটনাতেই নয়া মোড়। নির্যাতিতার বাবা সংবাদমাধ্যমের সামনে জানান, তাঁর একমাত্র লক্ষ্য মেয়েকে ন্যায়বিচার দেওয়া।

২৩ বছরের মেডিক্যাল ছাত্রীর ওপর গণ*ধর্ষণের অভিযোগে উত্তাল হয়েছিল রাজ্য। বুধবার সেই ঘটনাতেই নয়া মোড়। নির্যাতিতার বাবা সংবাদমাধ্যমের সামনে জানান, তাঁর একমাত্র লক্ষ্য মেয়েকে ন্যায়বিচার দেওয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
medical-student-rape-case-father-apology-to-mamata-banerjee-bengal

দুর্গাপুরে ধর্ষণকাণ্ডে নয়া মোড়, মুখ্যমন্ত্রী কাছে প্রকাশ্যে 'ক্ষমা' চাইলেন নির্যাতিতার বাবা

দুর্গাপুরে মেডিকেল ছাত্রীর ধর্ষণকাণ্ডে নয়া মোড় — মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকাশ্যে 'ক্ষমা' চাইলেন নির্যাতিতার বাবা। এর আগে  আগে তিনি রাজ্যের পরিস্থিতিকে ‘ঔরঙ্গজেবের শাসন’-এর সঙ্গে তুলনা করেছিলেন। এবার তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে মায়ের মতো। যদি আমি কোনো ভুল কথা বলে থাকি, আমাকে আপনার ছেলের মত ভেবে ক্ষমা করে দেবেন। আমি শুধু চাই, আমার মেয়ের ন্যায়বিচারটা হোক।”

Advertisment

২৩ বছরের মেডিক্যাল ছাত্রীর ওপর গণ  ধর্ষণের অভিযোগে উত্তাল হয়েছিল রাজ্য। বুধবার সেই ঘটনাতেই নয়া মোড়। নির্যাতিতার বাবা সংবাদমাধ্যমের সামনে জানান, তাঁর একমাত্র লক্ষ্য মেয়েকে ন্যায়বিচার দেওয়া। পিটিআই সূত্রে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার কথায় 'কষ্ট' পেয়ে থাকেন বা আঘাত লেগে থেকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। ওঁকে কোটি কোটি প্রণাম। কিন্তু তাঁর কাছে আমার একটাই অনুরোধ — আমার মেয়েকে ন্যায় বিচার দিন।” 

আরও পড়ুন-ফিল্মি কায়দায় ১৮ দিনের শিশুকে অপরহণের তিন ঘন্টার মধ্যে নাটকীয় উদ্ধার

Advertisment

এর আগে মুখ্যমন্ত্রীর করা মন্তব্য প্রসঙ্গে  নির্যাতিতার বাবা ক্ষোভ প্রকাশ করেছিলেন। যেখানে মমতা প্রশ্ন করেছিলেন— “মেয়েটি ওত রাতে বাইরে কেন গিয়েছিল?” এর জবাবে বাবা বলেছিলেন, “এখন মনে হচ্ছে, বাংলায় যেন ঔরঙ্গজেবের শাসন চলছে। আমি মেয়েকে ওড়িশায় ফিরিয়ে নিতে চাই, কারণ ওর জীবনের সুরক্ষা আগে, ক্যারিয়ার পরে।” তিনি তদন্তের দায়িত্ব সিবিআই-এর হাতে তুলে দেওয়ারও দাবি জানিয়েছিলেন, যা পরবর্তীতে রাজনৈতিক বিতর্কের রূপ নেয়। গতকাল তিনি বলেন, ‘সোনার বাংলা সোনার থাকুক। আমরা চলে যাব। অনেক আশা নিয়ে মেয়েকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলাম। ওঁর ভবিষ্যৎ যা নষ্ট হওয়ার হয়ে গিয়েছে। রাজ্যের কাছে একটাই অনুরোধ, ওঁকে ন্যায় বিচার দিন। আমরা আর এখানে আসব না।"

এদিকে, এই ঘটনায় পুলিশি তদন্তে উঠে এসেছে নতুন তথ্য। অভিযোগকারিণী দ্বিতীয় বর্ষের এমবিবিএস ছাত্রী জানিয়েছেন, ১০ অক্টোবর রাতে তিনি এক পুরুষ সহপাঠীর সঙ্গে কলেজ চত্বরের বাইরে খাবার আনতে গিয়েছিলেন, তখনই কয়েকজন তাঁকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায় ও ধর্ষণ করে। এই ঘটনায় ওই পুরুষ সহপাঠীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে পুলিশের দাবি, প্রাথমিকভাবে তদন্তে  দেখা গেছে ঘটনাটি গণধর্ষণ নয়,, বরং একজনই মেয়েটিকে ধর্ষণ করে।

আরও পড়ুন-উদ্ধার জাল নোটের পাহাড়! দেওর-বৌদি'ই কী নাটের গুরু?

এদিকে দুর্গাপুর কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি।বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে মহিলাদের নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ তুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়েও জাতীয় স্তরে সমালোচনা শুরু হয়েছে। তবে নির্যাতিতার বাবার ক্ষমা প্রার্থনার পর ঘটনাটি নতুন মোড় নিয়েছে। পুলিশি তদন্ত এখনও চলছে, আর নির্যাতিতার পরিবারের একটাই দাবি — “আমরা রাজনীতি চাই না, শুধু ন্যায় চাই।”

Durgapur rape case CM Mamata banerjee