/indian-express-bangla/media/media_files/2025/01/08/6MMc2ASgTRA7Gq8w1Bpz.jpg)
উদ্ধার জাল নোটের পাহাড়!
জালনোট পাচার করতে গিয়ে ধরা পড়ল দেওর-বৌদি। সামসেরগঞ্জে চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে হুলস্থূল।
ফের সামসেরগঞ্জ থানার বড়সড় সাফল্য। এবার প্রায় ছয় লক্ষ টাকার জালনোট বাজেয়াপ্ত করলো জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ।
মঙ্গলবার রাতে সামসেরগঞ্জের ডাকবাংলা তারাপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলা সহ আরো তিন জনকে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মারিয়াম বিবি, খাবির সেখ এবং বেলাল হোসেন। সকলের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পার বৈদ্যনাথপুর গ্রামে। মারিয়াম বিবি এবং বেলাল হোসেন সম্পর্কে দেওর বৌদি।
বুধবার সকালে সামসেরগঞ্জ থানা প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিত বড়ুয়া। সঙ্গে ছিলেন ফারাক্কা সাব ডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন, সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন- দূরন্ত পুলিশি অভিযানে জালে ৪ বাংলাদেশি, কী উদ্দেশ্যে ভারতে প্রবেশ?
বুধবার ধৃতদের সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এদিকে দিন কয়েক আগেই মহিলা সহ জালনোট পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তারের পরেই ফের জালনোট সহ গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
জালনোট পাচারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
আরও পড়ুন- 'আমাদের সব ভেঙে গিয়েছে, ভুটানকেও সাহায্য করতে হবে', উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে দাবি মুখ্যমন্ত্রীর