/indian-express-bangla/media/media_files/2025/10/15/cats-2025-10-15-17-31-38.jpg)
প্রতীকী ছবি
বর্ধমানে ১৮ দিনের শিশুকে অপহরণের মাত্র তিন ঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিশ। ঘটনা ঘটেছে গতকাল দুপুরে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে। সদ্যোজাত শিশুটি তার বাবা সজল শেখ, মা সালেফা খাতুন এবং দিদিমার সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। ডাক্তার দেখানোর পর সজল ওষুধ আনতে চলে যান। তখন শিশুটি তার মা ও দিদিমার কাছে ছিল।
'আমাদের সব ভেঙে গিয়েছে, ভুটানকেও সাহায্য করতে হবে', উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে দাবি মুখ্যমন্ত্রীর
হঠাৎই এক অপরিচিতা মহিলা শিশুটির মা ও দিদিমার কাছে এসে তাদের সঙ্গে কথা বলে ভাব জমানোর চেষ্টা করে। কিছু সময় পরে শিশুটিকে মার কোল থেকে নিজের কোলে নিয়ে আদর করার আছিলায় ভিড়ের মধ্যে শিশুটিকে নিয়ে মিশে যান। ঘটনার অভিঘাতে শিশুটির মা ও দিদিমা আতঙ্কিত হয়ে পড়েন। শুরু হয় খোঁজাখুঁজি।
'এক টাকাও দেবেন না', বিরাট বার্তা দিয়ে রাজ্য-রাজনীতিতে হুঙ্কার শুভেন্দুর
শিশুটি নিখোঁজ হওয়ার খবর হাসপাতাল পুলিশ ফাঁড়িতে পৌঁছাতেই, বর্ধমান থানার পুলিশ দ্রুত সিসিটিভি ফুটেজ যাচাই শুরু করে। ফুটেজ থেকে অপহরণকারী মহিলার পরিচয় শনাক্ত করা হয়। এরপর শহরের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপে মহিলার ছবি ছড়িয়ে দেওয়া হয়। বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ পুলিশের একটি বিশেষ দল দ্রুত কেষ্টপুরে পৌঁছে রুমকি খাতুন (২০) নামের মহিলাকে হাতে নাতে গ্রেফতার করে এবং ১৮ দিনের শিশুটিকে উদ্ধার করে। জেরায় জানা যায়, অপহরণের কাজে সহযোগী ছিলেন রুমকির মা মীরা বিবি, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
ভারতের দিকে চোখ তুলে তাকাতেই গুলিতে ঝাঁঝরা, সেনা-জঙ্গির এনকাউন্টারে নিকেশ ২ পাক জঙ্গি
উদ্ধার হওয়া শিশুটিকে চিকিৎসার পর তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিশু অপহরণের তিন ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধারের ঘটনায় পূর্ব বর্ধমান জেলা পুলিশের ভূমিকাকে ধন্য ধন্য করছেন মানুষজন।