Midnapore Medical College-New Born Baby died: 'বিষাক্ত স্যালাইন' নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। মেদিনীপুর মেডিকেল কলেজে এবার 'বিষ স্যালাইন' কাণ্ডে এক সদ্যোজাত শিশুর মৃত্যু ঘিরেও শোরগোল পড়ে গিয়েছে। সন্তান প্রসবের পরেই অসুস্থ হয়ে পড়েথিলেন প্রসূতি রেখা সাউ। তার সদ্যোজাত শিশুটিও জন্মের পর থেকেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিল। জন্মের পর থেকেই ভেন্টিলেশনে রেখে তার চিকিৎসা চলছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজে। বৃহস্পতিবার সকালে সেই রেখা সাউয়ের সদ্যোজাত শিশুরও মৃত্যু হয়েছে।
জন্মের পর থেকে শিশুটি একাধিক রোগে ভুগছিল। কিডনির রোগে কাবু ছিল শিশুটি। তাকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছিল। একটানা শিশুটির উপর নজরদারি চালিয়ে রেখে চিকিৎসা করে চলেছিলেন চিকিৎসকরা। বৃহস্পতিবার সকালে ওই সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ৮ জানুয়ারি রেখা সাউ ওই শিশুটির জন্ম দিয়েছিলেন। শিশুর জন্ম দেওয়ার পর থেকেই প্সূতি রেখা সাউ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। অভিযোগ, তাঁর শরীরেও 'বিষ' স্যালাইনের প্রয়োগের জেরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রেখা। তবে টানা চিকিৎসার পর আপাতত রেখা সাউ সুস্থ রয়েছেন। তবে তাঁর সন্তান জন্মের পর থেকেই ভেন্টিলেশনে ছিল।
আরও পড়ুন- West Bengal News Live: সরানো হল স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিবকে, স্যালাইন-কাণ্ডের জেরেই এই পদক্ষেপ?
বৃহস্পতিবার সকালে সেই শিশুটির মৃত্যু হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের পরই পরপর পাঁচ প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু পর্যন্ত হয়েছিল। বাকি প্রসূতিদের মধ্যে কয়েকজনকে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন- Tourist Death: ফের পাহাড়ে বিরাট অঘটন! কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু বাঙালি পর্যটকের