Kalimpong-Tourist Death: উত্তরবঙ্গের পাহাড়ে বেড়াতে গিয়ে ফের বিরাট অঘটন! এবার কাঞ্চনজঙ্ঘা (Kangchenjunga) দেখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু বাঙালি পর্যটকের (Tourist)। মৃত ওই পর্যটক পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। সাম্প্রতিক সময়ে পাহাড়ে বেড়াতে গিয়ে পরপর পর্যটকদের মৃত্যুর ঘটনা দারুণ উদ্বেগ তৈরি করেছে। এই নিয়ে গত তিন মাসে পাহাড়ে বেড়াতে গিয়ে ৬ পর্যটকের মৃত্যু হল।
দার্জিলিংয়ে (Darjeeling) বেড়াতে গিয়ে মৃত্যু বাঙালি পর্যটকদের। জানা গিয়েছে ওই পর্যটক পূর্ব বর্ধমান জেলা থেকে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন। কালিম্পংয়ে (Kalimpong) গিয়ে একটি হোটেলে উঠেছিলেন তিনি। সেখান থেকে সিটঙে গিয়েছিলেন তিনি। সিটঙের একটি হোমস্টে-তে উঠেছিলেন ওই পর্যটক। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি।
মঙ্গলবার হোমস্টে-তে অসুস্থ হয়ে পড়লেও সেদিন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়নি তাঁকে। কিন্তু বুধবার কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ার আগে হঠাৎই ফের একবার অসুস্থ হয়ে পড়েন ওই পর্যটক। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা ওই পর্যটককে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন- West Bengal News Live: শীতের কলকাতায় দুরন্ত অভিযানে ED, আরও এক বিরাট দুর্নীতির পর্দাফাঁস শীঘ্রই?
গত কয়েক মাসে উত্তরবঙ্গের পাহাড়ে বেড়াতে গিয়ে পরপর পর্যটকের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই এই মৃত্যু নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। ঘোর উদ্বেগ তৈরি হয়েছে পর্যচক মহলে। এই পর্যটকের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
আরও পড়ুন- Bengal Weather Update: মাঘের শুরুতেই ঠান্ডার রুদ্র মেজাজ দেখবে বাংলা! শীতের মারকাটারি ইনিংস কবে থেকে?