Advertisment

Mid-day meal scam: ট্যাব কেলেঙ্কারির পর এবার মিড-ডে মিলের চাল চুরি! কাঠগড়ায় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক

Mid-day meal scam in Maldah: দায়িত্বে থাকার সময় থেকেই ব্যাপক হারে মিড-ডে মিলের চাল নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বলে অভিযোগ।

author-image
Madhumita Dey
আপডেট করা হয়েছে
New Update
Maldah School: এবার সরকারি প্রাথমিক স্কুলের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড-ডে মিলের চাল চুরি এবং আর্থিক দুর্নীতির অভিযোগ

Maldah School: এবার সরকারি প্রাথমিক স্কুলের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড-ডে মিলের চাল চুরি এবং আর্থিক দুর্নীতির অভিযোগ

Mid-day meal scam in Maldah: মালদায় ট্যাব কেলেঙ্কারির মধ্যেই এবার সরকারি প্রাথমিক স্কুলের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড-ডে মিলের চাল চুরি এবং আর্থিক দুর্নীতির অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ওই স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারি প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্থানীয়রা মালদার ইংরেজবাজার থানায় এবং জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

Advertisment

মূলত এব্যাপারে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভিক্টর কুন্ডু, গোপালচন্দ্র মণ্ডল। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর  ওয়ার্ডের ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাগর কুমার কুন্ডু ২০২২ সালের মার্চ মাসে ষ্টাফ কাউন্সিল দ্বারা নির্বাচিত হয়ে ওই বিদ্যালয়ের মিড-ডে মিলের নোডাল শিক্ষক হিসাবে দায়িত্ব পান। এই দায়িত্বে থাকার সময় থেকেই ব্যাপক হারে মিড-ডে মিলের চাল নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বলে অভিযোগ। 

অভিযোগকারী গোপালচন্দ্র মণ্ডল এবং ভিক্টর কুন্ডু বলেন, 'সংশ্লিষ্ট স্কুলের একাধিক দুর্নীতি ও মিড-ডে মিলের চাল চুরির বিষয়টি তাদের নজরে আসে। পরবর্তীতে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সাগর কুমার কুন্ডুর বিরুদ্ধে  ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করি। এই ঘটনায় ওই প্রধান শিক্ষকের সঙ্গে স্কুলের আরেক সহকারী প্রধান শিক্ষক যুক্ত রয়েছেন। ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।' 

আরও পড়ুন তৃণমূল বিধায়কের 'দাদাগিরি'! বহিরাগতদের নিয়ে তালা ভেঙে ক্লাব জবরদখলের অভিযোগ

যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সাগর কুমার কুন্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি। তাঁর সঙ্গে যোগাযোগ করতে বিদ্যালয়ে যাওয়া হলে ক্যামেরা দেখেই মোটরবাইক নিয়ে ছুটে পালান তিনি। সংশ্লিষ্ট স্কুলের এক শিক্ষিকাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমরা সব জানি। কিছু হয়নি। প্রধান শিক্ষক খুব ভাল মানুষ। স্থানীয়রা যে অভিযোগ তুলেছে তা ভিত্তিহীন।' 

আরও পড়ুন অ্যাম্বুলেন্স ভাড়া করার পয়সা নেই, অসুস্থ স্ত্রীকে নিজের টোটোয় চাপিয়ে কলকাতার হাসপাতালে রওনা প্রৌঢ়ের!

এদিকে এনিয়ে শুরু হয়েছে রাজনীতি। বিজেপির অভিযোগ, এই তৃণমূল দল সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছে। পাল্টা তৃণমূলের জেলার মুখপাত্র আশিস কুন্ডু বলেন, 'বাংলার মুখ্যমন্ত্রী চান মিড-ডে মিল যাতে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় সঠিকভাবে রূপায়িত হয়। এরপরও যদি মিড-ডে মিলের বিরুদ্ধে কোন দুর্নীতি হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মিড-ডে মিলের চাল তছরুপের যে অভিযোগ উঠছে আমরা চাই সঠিকভাবে এই ঘটনার তদন্ত হোক।'

Scam Maldah West Bengal Mid day Meal
Advertisment