/indian-express-bangla/media/media_files/2025/08/29/worker-2025-08-29-15-39-33.jpg)
migrant worker murder: পরিযায়ী শ্রমিক খুনে ধৃত দুই যুবক।
ওড়িশায় কাজ করতে গিয়ে খুন হয়েছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের দেবীদাসপুরের শ্রমিক লোকমান সেখ (৪২)। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একই থানার ঘনশ্যামপুর গ্রামের দুই যুবককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুন্দর সেখ এবং করিম সেখ। বৃহস্পতিবার রাতে সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার ওড়িশার বেহরমপুর জেলা থেকে লোকমান শেখের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই সন্দেহভাজন হিসেবে উঠে আসে তার সহকর্মী তথা প্রতিবেশী সুন্দর ও করিমের নাম।
পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়। জেরায় তারা খুনের কথা স্বীকার করেছে বলেও জানা গেছে।
বৃহস্পতিবার বিকেলে লোকমান সেখের মৃতদেহ তাঁর বাড়িতে আনা হলে শোকের ছায়া নেমে আসে দেবিদাসপুর গ্রামে। এরপরই পরিবারের পক্ষ থেকে সামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, সামান্য কারণকে কেন্দ্র করে প্রতিবেশীকে খুনের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।