migrant worker murder:ভিনরাজ্যে বাংলার শ্রমিককে নৃশংস খুন! কারা গ্রেফতার জানেন?

migrant worker murder: ফের ভিনরাজ্যে খুন পরিযায়ী শ্রমিক। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তদন্তে মেলে সাফল্য।

migrant worker murder: ফের ভিনরাজ্যে খুন পরিযায়ী শ্রমিক। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তদন্তে মেলে সাফল্য।

author-image
Gopal Thakur
New Update
migrant worker murdered in Odisha  ,Murshidabad laborer killed in Ganjam,  migrant worker homicide Odisha,  Murshidabad worker death investigation,  two suspects arrested Odisha,  cross-state murder case  ,mobile location tracking arrest,ওড়িশায় পরিযায়ী শ্রমিক খুন  ,মুর্শিদাবাদ শ্রমিক হত্যাকাণ্ড  ,সন্দেহভাজন গ্রেফতার ওড়িশায়  ,মোবাইল লোকেশন ট্র্যাকিং  ,দুই যুবক গ্রেফতার  ,ঘনেশ্যামপুর হত্যাকাণ্ড  ,জঙ্গিপুর আদালতে পেশ

migrant worker murder: পরিযায়ী শ্রমিক খুনে ধৃত দুই যুবক।

ওড়িশায় কাজ করতে গিয়ে খুন হয়েছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের দেবীদাসপুরের শ্রমিক লোকমান সেখ (৪২)। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একই থানার ঘনশ্যামপুর গ্রামের দুই যুবককে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুন্দর সেখ এবং করিম সেখ। বৃহস্পতিবার রাতে সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ওড়িশার বেহরমপুর জেলা থেকে লোকমান শেখের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই সন্দেহভাজন হিসেবে উঠে আসে তার সহকর্মী তথা প্রতিবেশী সুন্দর ও করিমের নাম।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: আরজি কর কাণ্ডে বিরাট অ্যাকশনে CBI ! দুপুরে কলকাতায় দাপুটে শাসক বিধায়কের বাড়িতে হানা

পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়। জেরায় তারা খুনের কথা স্বীকার করেছে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার বিকেলে লোকমান সেখের মৃতদেহ তাঁর বাড়িতে আনা হলে শোকের ছায়া নেমে আসে দেবিদাসপুর গ্রামে। এরপরই পরিবারের পক্ষ থেকে সামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন- Supreme Court:নির্ধারিত দিনেই SSC-এর পরীক্ষা, 'দাগিদের জায়গা দিলে ফল ভুগতে' হবে, বার্তা সুপ্রিম কোর্টের

স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, সামান্য কারণকে কেন্দ্র করে প্রতিবেশীকে খুনের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Bengali News Today Migrant labour Murder