Protest around WB Minister: বাঁধ মেরামতির কাজ দেখতে গিয়ে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা গঙ্গাসাগরের তৃণমূল বিধায়ক বঙ্কিম হাজরা। মূলত গ্রামের মহিলারাই তাঁকে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন। কোনওমতে জনরোষের হাত থেকে মন্ত্রীমশাইকে উদ্ধার করেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। তবে অকস্মাৎ এই বিক্ষোভে যারপরনাই অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল বঙ্কিম হাজরাকে।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা নামখানার নারায়ণগঞ্জ এলাকায়। হাতানিয়া-দোয়ানিয়া নদীর উপকূলে একটি বাঁধ দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল। স্থানীয়দের অভিযোগ, প্রতি কোটালে ধসে যাচ্ছে নদীর পাড়। যার জেরে বেহাল অবস্থা নদী বাঁধের। এলাকার বাড়ি-ঘর তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। এই অবস্থাতেও কোনও হেলদোল নেই প্রশাসনের। সেচ দফতর ইতিমধ্যে ৭ কোটি টাকা ব্যায়ে বাঁধ মেরামতির কাজ শুরু করেছে।
এই বাঁধ মেরামতির কাজ চলার মধ্যেই গত মঙ্গলবার বিকেলে চালক সহ বুলডোজার নদীতে তলিয়ে যায়। ধস নামে প্রায় ২০০ মিটার এলাকায়। আজ নদী পাড়ের সেই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। মন্ত্রী যেতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। গ্রামের মহিলারা তাঁকে দেখে তেড়ে যান। গ্রামবাসীদের রোষে পড়ে বাঁধ মেরামতিতে যুক্ত শ্রমিকরাও কাজ করবেন না বলে জানিয়ে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মুহূর্তের মধ্যে।
আরও পড়ুন- Travel: জঙ্গল-ঝর্ণায় ঘেরা ক্যালেন্ডারের ছবির মতো এতল্লাট, কলকাতার কাছেই এপ্রান্ত এককথায় অসাধারণ!
গ্রামবাসীদের অভিযোগ, কংক্রিটের ঢালাই বাঁধের বদলে মাটি ও বালির বস্তা দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে। বাঁধের টাকা লুঠের অভিযোগ তোলেন গ্রামবাসীরা। মহিলারা তেড়ে যান মন্ত্রীর দিকে। সেই সময়েই মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান।
স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে, বাঁধ নির্মাণের ক্ষেত্রে বিস্তর অসামঞ্জস্য আছে। মন্ত্রীকে সব জানানো হয়েছে। পঞ্চায়েতের তরফে আরও জানানো হয়েছে, বাঁধ তৈরি নিয়ে বিস্তারিতভাবে সব অভিযোগ লিখিত আকারে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হবে।