/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Rail_d06c91.jpg)
প্রতীকী ছবি।
Indian Railway: পুরোদমে চলছে বেড়ানোর মরশুম। ভ্রমণপ্রিয় বাঙালি ফি দিন কলকাতা, শিয়ালদহ,হাওড়া, শালিমার থেকে দূরপাল্লার ট্রেনে চেপে পাড়ি দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে থাকা নজরকাড়া সব পর্যটন কেন্দ্রের উদ্দেশে। ঠিক এই আবহে দূরপাল্লার ট্রেনের যাত্রীদের জন্য বিরাট সুখবর আনল ভারতীয় রেল।যাত্রী স্বার্থে আরও এক যুগান্তকারী উদ্যোগ ভারতীয় রেলের। বিশেষ করে দূরপাল্লার ট্রেনে যাত্রার ক্ষেত্রে এবার দারুণভাবে উপকৃত হতে চলেছেন কোটি-কোটি যাত্রী। এবার থেকে আর চার মাস নয়, মাত্র দুই মাস আগেই দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করা যাবে। রীতিমতো বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে।
সাধারণভাবে দূরপাল্লার ট্রেনের টিকিট চার মাস আগে থেকে বুক করতে হতো। তবে এবার মাত্র ২ মাস আগে থেকেই দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করা যাবে। শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই এই নিয়ম করেছে রেল। আগামী ১ নভেম্বর থেকে নতুন নিয়ম চালু হতে চলেছে।
কেন এই পদক্ষেপ?
যাত্রীদের সুবিধার্থেই নতুন এই পদক্ষেপ করেছে রেল। সূত্রের খবর, রেলের নতুন এই পদক্ষেপের পিছনে বিমান ভাড়া ওঠা-নামার বিষয়টি মাথায় এসেছিল রেল কর্তাদের। সময়ের সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রেই বিমানের ভাড়াও ওঠা-নামা করে। অর্থাৎ আগে থেকে বিমানের টিকিট কাটলে একরকম ভাড়া, যাত্রার মাত্র কিছুদিন আগে কিংবা দিনের দিনেও টিকিট কাটলে সেই ভাড়া আরও বেশি পড়ে।
আরও পড়ুন- Sundarbans: তাকলাগানো প্রযুক্তির ব্যবহার, সুন্দরবনবাসীর স্বার্থে 'সেরার সেরা' উদ্যোগ রাজ্যের
আরও পড়ুন- Travel: জঙ্গল-ঝর্ণায় ঘেরা ক্যালেন্ডারের ছবির মতো এতল্লাট, কলকাতার কাছেই এপ্রান্ত এককথায় অসাধারণ!
বিশেষজ্ঞরা বলছেন, দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে নিয়মে বদল আনার পিছনে এই বিষয়টিও মাথায় রেখেছিলেন রেলকর্তারা। বিমান পরিবহণের সঙ্গে চ্যালেঞ্জ নিয়েও এই নয়া পদক্ষেপ করা হতে পারে বলে অনেকে মনে করছেন। সুতরাং এবার থেকে মাত্র ২ মাস আগেই দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করার সুবিধা দেওয়ার মাধ্যমে আরও বেশি সংখ্যক যাত্রীর কাছে পৌঁছে যেতে চাইল রেল।
আরও পড়ুন- Lakshmi Puja 2024: দেবী লক্ষ্মীর এমন রূপ কোথাও নেই! মানত করে যা চাইবেন মেলে নাকি দ্বিগুণ!