North 24 Parganas News:মোবাইল গেমই কেড়ে নিল নাবালকের প্রাণ, গোটা ঘটনা জানলে তাজ্জব হবেন!

Minor beaten to death: এই ঘটনাকে কেন্দ্র করে পুজোর মুখে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Minor beaten to death: এই ঘটনাকে কেন্দ্র করে পুজোর মুখে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

author-image
Utsab Mondal
New Update
Actor Passed away

প্রতীকী ছবি।

উত্তর ২৪ পরগনার গোপালনগরে মোবাইলে গেম খেলা নিয়ে বিবাদের জেরে এক নাবালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এক যুবকের সঙ্গে ওই নাবালকের চরম বিবাদ তৈরি হয়। সেই বিবাদকে কেন্দ্র করে নাবালককে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। পরে ওই নাবালকের মৃত্যু হয়।

Advertisment

ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোপালনগরের আকাইপুর পঞ্চায়েতের কামদেবপুর এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মোবাইলে গেম নিয়ে এলাকারই এক নাবালককে বেধড়ক মারধর করে স্থানীয় যুবক সূর্য ব্যাদ।

আরও পড়ুন- Waterlogging accident :মর্মান্তিক! জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তরতাজা যুবকের! কপাল চাপড়াচ্ছেন বাবা-মা!

Advertisment

বেধড়ক মারধরে গুরুতর আহত হয়েছিল ওই নাবালক। পরবর্তী সময়ে তাকে দ্রুত বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা ওই নাবালককে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে মৃত নাবালকের বাবার অভিযোগ তার ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে। তার ছেলের মৃত্যুর ঘটনায় স্থানীয় যুবক সূর্য ব্যাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-West Bengal News Live Updates:জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুমিছিল কলকাতায়! 'দায় ঝাড়ছেন মুখ্যমন্ত্রী', সোচ্চার সুকান্ত

অভিযোগ পেয়েই পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। অভিযুক্তের ফাঁসির শাস্তির দাবিতে সরব হয়েছে মৃত নাবালকের পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Bengali News Today North 24 Pargana Death