/indian-express-bangla/media/media_files/2025/05/26/wTh0Uq8BCQilsoytjfK5.jpg)
প্রতীকী ছবি।
উত্তর ২৪ পরগনার গোপালনগরে মোবাইলে গেম খেলা নিয়ে বিবাদের জেরে এক নাবালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এক যুবকের সঙ্গে ওই নাবালকের চরম বিবাদ তৈরি হয়। সেই বিবাদকে কেন্দ্র করে নাবালককে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। পরে ওই নাবালকের মৃত্যু হয়।
ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোপালনগরের আকাইপুর পঞ্চায়েতের কামদেবপুর এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মোবাইলে গেম নিয়ে এলাকারই এক নাবালককে বেধড়ক মারধর করে স্থানীয় যুবক সূর্য ব্যাদ।
বেধড়ক মারধরে গুরুতর আহত হয়েছিল ওই নাবালক। পরবর্তী সময়ে তাকে দ্রুত বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা ওই নাবালককে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে মৃত নাবালকের বাবার অভিযোগ তার ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে। তার ছেলের মৃত্যুর ঘটনায় স্থানীয় যুবক সূর্য ব্যাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।
অভিযোগ পেয়েই পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। অভিযুক্তের ফাঁসির শাস্তির দাবিতে সরব হয়েছে মৃত নাবালকের পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।