minor girl: জঙ্গলে মিলল কিশোরীর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগ পরিবারের

minor girl deadbody recover: জঙ্গলে মিলল কিশোরীর ঝুলন্ত দেহ। প্রথমে মৃতের এক আত্মীয়ই দেহটি দেখতে পেয়েছিলেন। তিনিই পরিবারের বাকিদের খবর দেন।

minor girl deadbody recover: জঙ্গলে মিলল কিশোরীর ঝুলন্ত দেহ। প্রথমে মৃতের এক আত্মীয়ই দেহটি দেখতে পেয়েছিলেন। তিনিই পরিবারের বাকিদের খবর দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Garfa Woman Death, গড়ফায় তরুণীর রহস্যমৃত্যু

প্রতীকী ছবি।

দেবরাজ দেব: পশ্চিম ত্রিপুরা জেলার এক জঙ্গলে এক কিশোরীর মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার ২৪ ঘণ্টার মধ্যেই দুজনকে গ্রেপ্তার করলো ত্রিপুরা পুলিশ। জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক আজ জানান, রবিবার দুপুরেই জঙ্গলে একটি কিশোরীর মৃতদেহ ঝুলতে দেখা গেছে বলে একটি খবর পান তাঁরা। অকুস্থলে পৌঁছে দেখা যায়, মৃতের পরিবারের লোকজন দেহটি খুঁজে পেয়ে তাঁদের বাড়িতে নিয়ে গেছেন। 

Advertisment

সেখান থেকে দেহটি উদ্ধার করে, স্থানীয়দের জবানবন্দি নিয়ে তদন্তের কাজ শুরু করেন পুলিশ কর্তারা। পরবর্তী সময়ে মৃতার পরিবার থেকে তাঁর দাদা স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩/১ নং এবং পকসো আইনের ৮নং ধারা মোতাবেক একটি মামলা নথিভুক্ত করা হয়। তদন্তের পর দুজনকে এই ঘটনায় যুক্ত থাকা অভিযোগে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন- West Bengal News Live Updates:লাগাতার চেষ্টা ভারতের, ইয়েমেনে আপাতত পিছল কেরলের নার্স নিমিশার মৃত্যুদণ্ড

Advertisment

স্থানীয় একটি আদালতে তাদের বিচারের জন্যে তোলা হয় ধৃতদের। প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা যাচ্ছে, মৃতাকে সম্ভবত শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এছাড়া পায়ে রক্তের দাগ ছাড়া অন্য কোন ক্ষতের দাগ পাওয়া যায়নি। চার ভাইয়ের সঙ্গে বাড়িতে থাকতো মৃতা। মামার বাড়ির কাছেই তাদের বাড়ি।

আরও পড়ুন- Weekend getaway:এবেলা বেরিয়ে ওবেলা ফিরুন! বর্ষায় কলকাতার কাছেই অপূর্ব এই নদীপাড়ে প্রাণের স্বস্তি-মনের আরাম

উল্লেখ্য, মৃতার মামাই সর্বপ্রথম তার মৃতদেহ দেখতে পায়। তিনি সবাইকে খবর দেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত তদন্তের জন্যে আদালতের কাছে অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদ করার জন্যে পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। 

tripura police Deadbody