/indian-express-bangla/media/media_files/2025/07/15/river-2025-07-15-14-04-20.jpg)
Monsoon trip near Kolkata: কলকাতার কাছে অপরূপ এই নদী পাড় থেকে ঘুরে আসুন।
Places to visit near Kolkata in monsoon:ভরা বর্ষায় ভ্রমণপ্রিয় বাঙালিদের অনেকেরই মন করে উড়ু-উড়ু। তবে এই সময়টাই স্কুল-কলেজ সব পুরোদমে চালু থাকার জেরে অনেকেই ঝটিকা সফরে ফাটাফাটি সব বেড়ানোর জায়গার খোঁজে থাকেন। এই সময়টায় অনেকেই পাহাড়ে বেড়াতে যেতে চান না। তা এড়িয়ে দু' একদিনের বেড়ানোর জায়গার খোঁজে থাকেন অনেকে। অনেকে আবার কলকাতার কাছেই অফবিট কিছু জায়গার সম্পর্কে জানতে চান। যেখানে দিনের দিনে গিয়েই ফিরে আসা যায়। ভ্রমণপিপাসুদের একেবারে এই শেষের অংশটির জন্যই বিশেষ এই প্রতিবেদন।
এই বর্ষায় ঘুরে আসুন কলকাতা খুব কাছে হাওড়া জেলার অন্তর্গত গড়চুমুক থেকে। এখানকার নদীর তীরের মনোরম পরিবেশ আর ৫৮ গেট দিয়ে অনবরত জলের ধারা ঝরে পড়ার মনোরম দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন। মন চাইলে নদীতে নৌকা তিংবা ডিঙিতে এক চক্কর ভ্রমণও সেরে নিতে পারবেন নিমেষে।
গড়চুমুকের নদীর ধারের বর্ষার পড়ন্ত বিকেলের সূর্যাস্তের সময়টার পরিবেশ মনে যেন ঝড় তুলে দেবে। এখানেই আছে হরিণ পার্ক এবং মিনি চিড়িয়াখানা। কোনও একটি দিন সকাল সকাল বেরিয়ে এখানে পৌঁছে দেখে নিতে পারেন এইসব জায়গাগুলি। বর্ষায় গড়চুমুকের সবুজ প্রাকৃতিক পরিবেশ আপনার মনকে মুগ্ধ করে দেবে।
কলকাতার দিক থেকে ট্রেন কিংবা সড়কপথ দু'ভাবেই আপনি গড়চুমুকে পৌঁছোতে পারবেন। ট্রেনে গেলে হাওড়া স্টেশন থেকে উলুবেড়িয়াগামী লোকাল ট্রেন ধরে ফেলুন। উলুবেড়িয়া স্টেশনে নেমে সেখান থেকে অটো কিংবা ট্রেকার কিংবা অন্য ছোট গাড়ি করে গড়চুমুকে পৌঁছনো যাবে। আপনি যদি বাসে যেতে চান তাহলে আপনাকে ধর্মতলায় পৌঁছে যেতে হবে। সেখান থেকে সরাসরি গড়চুমুক যাওয়ার বাস পেয়ে যাবেন।