Weekend getaway:এবেলা বেরিয়ে ওবেলা ফিরুন! বর্ষায় কলকাতার কাছেই অপূর্ব এই নদীপাড়ে প্রাণের স্বস্তি-মনের আরাম

Monsoon trip near Kolkata: কলকাতা থেকে সকাল সকাল বেড়িয়ে সন্ধের মধ্যেই পিরুন বাড়ি। ভরা বর্ষায় এই নদী পাড়ের অপরূপ শোভা মন মোহিত করে দেবে।

Monsoon trip near Kolkata: কলকাতা থেকে সকাল সকাল বেড়িয়ে সন্ধের মধ্যেই পিরুন বাড়ি। ভরা বর্ষায় এই নদী পাড়ের অপরূপ শোভা মন মোহিত করে দেবে।

author-image
Nilotpal Sil
New Update
Garhchumuk travel,  Monsoon trip near Kolkata,  Weekend getaway from Kolkata,  Garhchumuk waterfall,  Places to visit near Kolkata in monsoon,Nature trip West Bengal,  Offbeat monsoon destination,  Picnic spot near Kolkata  ,Rainy season travel Bengal  ,Scenic spot Garhchumuk,গড়চুমুক ভ্রমণ  ,বর্ষায় গড়চুমুক,  কলকাতার কাছের মনোরম স্থান  ,বর্ষাকালীন ভ্রমণ স্থান  ,গড়চুমুক পিকনিক স্পট  ,হুগলির প্রাকৃতিক সৌন্দর্য,  গড়চুমুক ঘোরার অভিজ্ঞতা,  weekend trip গড়চুমুক,  হুগলির জলপ্রপাত বর্ষায়  ,কাছাকাছি বর্ষার গন্তব্য

Monsoon trip near Kolkata: কলকাতার কাছে অপরূপ এই নদী পাড় থেকে ঘুরে আসুন।

Places to visit near Kolkata in monsoon:ভরা বর্ষায় ভ্রমণপ্রিয় বাঙালিদের অনেকেরই মন করে উড়ু-উড়ু। তবে এই সময়টাই স্কুল-কলেজ সব পুরোদমে চালু থাকার জেরে অনেকেই ঝটিকা সফরে ফাটাফাটি সব বেড়ানোর জায়গার খোঁজে থাকেন। এই সময়টায় অনেকেই পাহাড়ে বেড়াতে যেতে চান না। তা এড়িয়ে দু' একদিনের বেড়ানোর জায়গার খোঁজে থাকেন অনেকে। অনেকে আবার কলকাতার কাছেই অফবিট কিছু জায়গার সম্পর্কে জানতে চান। যেখানে দিনের দিনে গিয়েই ফিরে আসা যায়। ভ্রমণপিপাসুদের একেবারে এই শেষের অংশটির জন্যই বিশেষ এই প্রতিবেদন।

Advertisment

এই বর্ষায় ঘুরে আসুন কলকাতা খুব কাছে হাওড়া জেলার অন্তর্গত গড়চুমুক থেকে। এখানকার নদীর তীরের মনোরম পরিবেশ আর ৫৮ গেট দিয়ে অনবরত জলের ধারা ঝরে পড়ার মনোরম দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন। মন চাইলে নদীতে নৌকা তিংবা ডিঙিতে এক চক্কর ভ্রমণও সেরে নিতে পারবেন নিমেষে।

গড়চুমুকের নদীর ধারের বর্ষার পড়ন্ত বিকেলের সূর্যাস্তের সময়টার পরিবেশ মনে যেন ঝড় তুলে দেবে। এখানেই আছে হরিণ পার্ক এবং মিনি চিড়িয়াখানা। কোনও একটি দিন সকাল সকাল বেরিয়ে এখানে পৌঁছে দেখে নিতে পারেন এইসব জায়গাগুলি। বর্ষায় গড়চুমুকের সবুজ প্রাকৃতিক পরিবেশ আপনার মনকে মুগ্ধ করে দেবে। 

Advertisment

আরও পড়ুন-weekend getaway:দিন দুয়েকের ছুটিতেই বাজিমাত! বর্ষায় কলকাতার কাছের এপ্রান্তের তাকলাগানো শোভার প্রেমে পড়ে যাবেন

কলকাতার দিক থেকে ট্রেন কিংবা সড়কপথ দু'ভাবেই আপনি গড়চুমুকে পৌঁছোতে পারবেন। ট্রেনে গেলে হাওড়া স্টেশন থেকে উলুবেড়িয়াগামী লোকাল ট্রেন ধরে ফেলুন। উলুবেড়িয়া স্টেশনে নেমে সেখান থেকে অটো কিংবা ট্রেকার কিংবা অন্য ছোট গাড়ি করে গড়চুমুকে পৌঁছনো যাবে। আপনি যদি বাসে যেতে চান তাহলে আপনাকে ধর্মতলায় পৌঁছে যেতে হবে। সেখান থেকে সরাসরি গড়চুমুক যাওয়ার বাস পেয়ে যাবেন। 

আরও পড়ুন- offbeat destination:উত্তরবঙ্গের এপ্রান্ত যেন ফ্রেমবন্দি ছবি! পাহাড় ঢালের গাঁয়ে বেড়ানোর দুরন্ত আনন্দ নিন

monsoon travel Weekend Trip