/indian-express-bangla/media/media_files/2025/09/11/cats-2025-09-11-13-38-45.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates: নিয়োগের দাবিতে উত্তাল রাজপথ। ২০২২ এর পরীক্ষায় উত্তীর্ণ হলেও তিন বছর কেটে গেলেও জোটেনি চাকরি। অবিলম্বে ৫০ হাজার শূণ্যপদে নিয়োগের দাবিতে বিধানসভা অভিযানের ডাক। সেই বিক্ষোভ মিছিল থেকেই উঠল স্লোগান, 'নেপাল থেকে শিক্ষা নিন, ৫০ হাজারের চাকরি দিন'। এই মুহূর্তে জাতীয় পতাকা হাতে কয়েক হাজার পরীক্ষার্থী কার্যত দাপিয়ে বেড়াচ্ছেন রাজপথে। বিধান সভার সামনে এই মুহূর্তে অবস্থানে বসেছেন চাকরিপ্রার্থীরা।
আলিপুর চিড়িয়াখানায় পরপর ২ দিন দুই বাঘিনীর মৃত্যুর জেরে ছড়িয়েছে চূড়ান্ত চাঞ্চল্য। আজ বৃহস্পতিবার দুটি মৃত বাঘিনীর দেহ ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি গঠন করা হয়েছে একটি তদন্তকারী কমিটি। তিন চিকিৎসকের একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। ময়না তদন্তের গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে বলে আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর। জানা গিয়েছে, মৃত বাঘিনী দুটির বয়স ১৭ এবং ২১ বছর। পায়েল ও রূপার মৃত্যুর কারণ হিসাবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ধোঁয়াশা যেখানে তা হল সোম ও মঙ্গলে পরপর দু দিন দুটি বাঘিনীর মৃত্যু। কী কারণে মৃত্যু? ময়না তদন্তের পরই তা স্পষ্ট হবে।
আরও পড়ুন- অবশেষে বিহারের পর বাংলাতেও SIR? বিরাট সিদ্ধান্ত কমিশনের, দিনক্ষণের ঘোষণা শীঘ্রই
বিগত কয়েকদিন অশান্তিতে বন্ধ ছিল বিমানবন্দর। অবশেষ বিমান পরিষেবা চালু হলেও দিল্লি থেকে কাঠমান্ডু গামী স্পাইসজেট বিমানে বিরাট বিপত্তি। দিল্লি থেকে সকাল ৮টা বেজে ১০ মিনিটে যাত্রা শুরুর কথা থাকলেও দীর্ঘ সময় পেরোলেও বিমানটি দীর্ঘসময় রানওয়েতে দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ। যাত্রী্রা জানিয়েছেন, দীর্ঘ সময় এসি ছাড়াই বিমানের ভিতর থাকতে হয়। এতে কেউ কেউ অসুস্থও বোধ করেন। যদিও বিমান সংস্থার পক্ষ থেকে শীর্ষ আধিকারিক বলেন, বিমানের এসি চালু ছিল। দিল্লিতে প্রবল গরমের কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে গরমে,অস্বস্তিতে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েছেন। স্পাইসজেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে প্রযুক্তিগত সমস্যার কারণে এই বিঘ্ন ঘটে। সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলেও তারা জানিয়েছে। এর আগের রাতে দিল্লি বিমানবন্দরে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল এয়ার ইন্ডিয়ার সিঙ্গাপুরগামী ফ্লাইটে। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমানটিতে প্রায় দুই ঘণ্টা ধরে এসি না থাকায় অস্বস্তিতে পড়েন ২০০-রও বেশি যাত্রী। শেষমেশ তাঁদেরও বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন-রাজ্য সরকারি কর্মচারীদের ফের উপহার মমতার, এবার পুজোর আগেই বড় চমকের ঘোষণা
উৎসবের মরসুমে নাশকতার বিরাট ষড়যন্ত্র ফাঁস। দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ৫ সন্দেহভাজন আইএসআইএস জঙ্গি। বুধবার গভীর রাতে একাধিক রাজ্যে অভিযান চালিয়ে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা এই পাঁচজনকে আটক করে। জানা গিয়েছে ধৃতদের মধ্যে দু’জনকে দিল্লি থেকে, একজনকে মধ্যপ্রদেশ থেকে, একজনকে হায়দ্রাবাদ থেকে এবং একজনকে রাঁচি থেকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিস্ফোরক তৈরির একাধিক উপকরণ।
Delhi Police has arrested a total of five terrorists from different states. Police have also recovered some parts used in the making of IED: Delhi Police Sources https://t.co/jfEK2v2belpic.twitter.com/T2pGcBW5xi
— ANI (@ANI) September 11, 2025
- Sep 11, 2025 21:12 IST
West Bengal news live updates:সচেতনতা বাড়াতে মেট্রোরেলের অভূতপূর্ব উদ্যোগ
মেট্রোরেল কর্তৃপক্ষ ট্র্যাকে অনুপ্রবেশের ঘটনায় পরিষেবার ব্যাঘাতে যারপরনাই উদ্বিগ্ন।সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য, একটি নাগরিক সমাজ সংস্থা (এনজিও) ১০.০৯.২০২৫ তারিখে মাসব্যাপী সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। তাদের উদ্যোগে মেট্রো স্টেশনগুলিতে বিভিন্ন আইইসিটি (তথ্য, ইলেকট্রনিক্স এবং যোগাযোগ প্রযুক্তি) ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে, বিশেষ করে মহানায়ক উত্তম কুমার স্টেশনের উপর। এছাড়াও, মেট্রো রেলওয়ে ব্লু লাইনে একটি বিশেষ প্রচারণা শুরু করেছে, যার লক্ষ্য যাত্রীদের মধ্যে মেট্রো চত্বরে অনুপ্রবেশের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং তাদের জীবনের মূল্যবান মূল্য স্মরণ করিয়ে দেওয়া। এই ধরণের প্রথম উদ্যোগে, মেট্রো রেলওয়ে, কলকাতা একটি শহর-ভিত্তিক এনজিওর সাথে এক মাসব্যাপী সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে।
- Sep 11, 2025 16:54 IST
West Bengal News Live Updates: কলেজেই 'পাড়ায় সমাধান' শিবির, বিতর্ক
মুর্শিদাবাদের খড়গ্রামের নগর কলেজে ক্লাস চলাকালীন ঢাকঢোল বাজিয়ে, নাচ-গান আর এলাহি আয়োজনে ‘পাড়ায় সমাধান’ শিবির। তৈরি হয়েছে প্রবল বিতর্ক। ক্লাস চলাকালীন কলেজ চত্বরে কেন এমন সরকারি শিবির? সাংবাদিকরা ছবি তুলতে গেলে কলেজের এক ডি-গ্রুপ কর্মী বাধা দেন বলে অভিযোগ উঠেছে।
- Sep 11, 2025 12:55 IST
West Bengal News Live Updates: ভোটার তালাকার নানা ভুতুড়ে কাণ্ড
বাংলায় এখনও এসআইআর(SIR) লাগু হয় নি। তার আগেই সামনে আসতে শুরু করেছে ভোটার তালাকার নানা ভুতুড়ে কাণ্ড। যে ব্যক্তি এখনও বেঁচে আছেন,দিব্যি হেঁটে চলেও বেড়াচ্ছেন, সেই ব্যক্তি’ই মৃতর পরিচয় পেয়ে গিয়েছেন ভোটার তালিকায়। এমন কি ভোটার তালিকা থেকে তাঁর নামও কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। না,এটা নিছক গল্প কথা নয় ! বাস্তবেই এমন ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী স্বরডাঙ্গায়।
- Sep 11, 2025 12:27 IST
West Bengal News Live Updates: আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে ধুন্ধুমার
আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে তুমুল উত্তেজনা ও হাতাহাতি মুর্শিদাবাদের ডোমকলে। দুজনকে বেধড়ক মারধর করে তৃণমূলেরই একাংশ বলে অভিযোগ। ঘটনায় তিন জনকে আটক করেছে ডোমকল থানার পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকেই ডোমকল পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের আমিনাবাদ বিশ্বাস পাড়া প্রাথমিক বিদ্যালয় চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান। সেই কর্মসূচিতে অভাব অভিযোগের কথা জানাতে গেলে সেই অভাব অভিযোগের কথা জানানো হবে না বলে, বাধা দেয় তৃণমূলের একাংশ শুধু তাই নয় মারধর পর্যন্ত করে। তার জেরে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে এবং ঘটনা থেকে তিনজনকে আটক করা হয়েছে।
- Sep 11, 2025 11:38 IST
West Bengal News Live Updates: ট্রাম্প-ঘনিষ্ঠকে প্রকাশ্যে গুলি, মৃত্যু ঘিরে উত্তাল আমেরিকা
আমেরিকায় প্রকাশ্যে ট্রাম্প-ঘনিষ্ঠকে গুলি করে খুন। দক্ষিণপন্থী নেতাকে খুনের ঘটনায় শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের। আমেরিকায় জাতীয় শোক ঘোষণা। ট্রাম্প ঘনিষ্ঠের মৃত্যুতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।
- Sep 11, 2025 11:06 IST
West Bengal News Live Updates: বিশ্বকর্মা পুজোয় রাজ্যে সরকারি ছুটির বিরাট ঘোষণা
বিশ্বকর্মা পুজোয় রাজ্যে সরকারি ছুটির বিরাট ঘোষণা। বুধবার জলপাইগুড়িতে প্রশাসনিক সভা থেকেই এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন বিশ্বকর্মা পুজোতে ছুটি থাকত না রাজ্যে। তবে চলতি বছর থেকে পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে ছুটির ঘোষণা করা হয়েছে।
- Sep 11, 2025 11:05 IST
West Bengal News Live Updates: বিতর্কিত মন্তব্যে বড় বিপাকে বিজেপি নেতা অর্জুন সিং
নেপালের মত বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান দরকার। বিতর্কিত মন্তব্যে বড় বিপাকে বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।