Mirik Disaster:ভাঙা সেতু, বাড়ি-ঘর মেরামতের আশ্বাস মুখ্যমন্ত্রীর, মিরিকে দুর্যোগ পীড়িতদের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুদেরও

North Bengal Flood: প্রকৃতির ভয়াল রোষে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা। শুধু মিরিকেই দুর্যোগের বলি হয়েছেন ১১ জন।

North Bengal Flood: প্রকৃতির ভয়াল রোষে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা। শুধু মিরিকেই দুর্যোগের বলি হয়েছেন ১১ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
মিরিক, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, উত্তরবঙ্গ, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, দুধিয়া সেতু, ত্রাণ শিবির, ক্ষতিগ্রস্ত পরিবার, আর্থিক সাহায্য, দার্জিলিং, রাজু বিস্তা, সরকারী সাহায্য, উদ্ধার অভিযান, কমিউনিটি কিচেন,Mirik, Mamata Banerjee, Suvendu Adhikari, North Bengal, natural disaster, flood, landslide, Dudhia bridge, relief camp, victims, financial aid, Darjeeling, Raju Bista, government assistance, rescue operation, community kitchen

Natural Disaster: দুর্যোগ বিধ্বস্ত মিরিকে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা।

"ভাঙা ঘর-বাড়ি, সেতু সব মেরামত করে দেবে সরকার। যাদের নথিপত্র নষ্ট হয়ে গিয়েছে সেটাও দ্রুত বানিয়ে দেওএয়া হবে।" দুর্যোগ বিধ্বস্ত মিরিকে গিয়ে পীড়িতদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আজ মিরিকে গিয়ে দুর্যোগ বিধ্বস্তদের সঙ্গে দেখা করেছেন।

Advertisment

দুর্গাপুজো মিটতে না মিটতেই প্রকৃতির ভয়াল রোষের মুখে পড়তে হয়েছে উত্তরবঙ্গকে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলি দুর্যোগের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল পর্যন্ত সরকারি হিসেবে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের বলি হয়েছেন ২৩ জন। মঙ্গলবার দুর্যোগ বিধ্বস্ত মিরিকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলের তীব্র স্রোতে ভেসে গিয়েছে মিরিকের দুধিয়া সেতু। গোটা মিরিক তছনছ হয়েছে প্রকৃতির রোষে। দিকে দিকে ভেঙে পড়েছে বাড়ি-ঘর, ধসে গিয়েছে রাস্তাঘাট।

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'কারা করেছে এটা পরিষ্কার, বিকেলের মধ্যে ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাব', নাগরাকাটার ঘটনা নিয়ে বললেন শুভেন্দু

Advertisment

বহু মানুষ ঘরছাড়া। এলাকায় ত্রাণ শিবির খুলেছে প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান। তারই মধ্যে আজ মিরিকে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন আশ্বাস।

মুখ্যমন্ত্রী এদিন ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেছেন, " যাদের বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, সেগুলি আমরা দেখে নেব।" সেই সঙ্গে যতদিন পর্যন্ত দুর্গতরা নিজেদের বাড়িতে ফিরে যেতে না পারছেন ততদিন পর্যন্ত এলাকায় কমিউনিটি কিচেন চালাতে হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সেই সঙ্গে বন্যার ফলে যাদের দরকারি কাগজপত্র, নথিপত্র নষ্ট হয়ে গিয়েছে, তাদের জন্য বিশেষ ক্যাম্প চালু করতে হবে বলে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। স্কুলের ছাত্র-ছাত্রীদের বই খাতা, সবই ওই ক্যাম্প থেকে দেওয়া দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন- Adhir-Mamata: 'বাংলা ডুবছে আর দিদি নাচছে', মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ অধীরের

মুখ্যমন্ত্রী এদিন মিরিকবাসীকে আশ্বস্ত করে আরও বলেছেন, "ভেঙে যাওয়া দুধিয়া সেতু সরকার বানিয়ে দেবে।" যতদিন পর্যন্ত সেতুটি তৈরি না হচ্ছে ততদিন অস্থায়ী সেতু তৈরি করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে বিকল্প সেই সেতু বানানোর কাজ শেষ করতে চাইছে প্রশাসন। 

প্রকৃতির ভয়াল রোষে শুধু মিরিকেই মৃত্যু হয়েছে ১১ জনের। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, "টাকা কখনও জীবনের বিকল্প হতে পারে না। তবে এটা আমাদের তরফে সামান্য সামাজিক একটা কর্তব্য। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্য করা হবে এবং পরিবারের একজনকে দেওয়া হবে স্পেশাল হোম গার্ডের চাকরি। "

আরও পড়ুন- Bihar Assembly Polls 2025: বিহারে ৬৮ লক্ষ নাম মুছে নতুন ভোটার ২১ লক্ষের বেশি, এই তালিকাতেই হবে ভোট

মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন মিরিকের দুর্গত পরিবারগুলোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের BJP সাংসদ রাজু বিস্তা-সহ বিজেপির অন্যান্য নেতারা। পীড়িতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতাও।

Bengal Floods Suvendu Adhikari CM Mamata banerjee