Malda News: প্রায় ৪২ বিঘা জমিতে বিষ মিশিয়ে ফসলের ক্ষতি করল দুষ্কৃতীরা। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার হবিবপুরের মঙ্গলপুরা পঞ্চায়েতের রাধাকান্তপুর গ্রামে। ক্ষিপ্ত চাষিরা জমিতে দাঁড়িয়েই বিক্ষোভ দেখান। এরপর ঘটনার খবর পেয়ে রাধাকান্তপুরে তদন্তে পৌঁছোয় হবিবপুর থানার পুলিশ। ১২-১৫ জন চাষি নিজেদের জমির ক্ষতির বিষয়টি নিয়ে পুলিশকে লিখিত আকারে জানিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাধাকান্তপুর গ্রামে জগন্নাথপুর, রামকৃষ্ণপুর এলাকার ১২ থেকে ১৪ জন চাষি, সরিষা, পালং, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন ধরনের সবজি চাষ শুরু করেছিলেন। ওই সব চাষিদের প্রায় ৪২ বিঘা জমিতেই রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বিষ মিশিয়ে ক্ষতি করেছে বলে অভিযোগ। রাধাকান্তপুর গ্রামের চাষি বলরাম হাজরা, বিপ্লব মণ্ডল বলেন, "আমরা পাঁচ বিঘা জমিতে সরিষা, বেগুন, ফুলকপি চাষ করেছিলাম। ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিয়েছিলাম। কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীরা জমিতে বিষ মিশিয়ে সমস্ত ফসল, সবজি নষ্ট করে দিয়েছে। এত বিপুল টাকার ক্ষতি কিভাবে সামলাবো কিছুই বুঝতে পারছি না।" ক্ষতিগ্রস্ত কৃষক নরেশ হাজরা, কুমারেশ হাজরা, দিলীপ সরকার, সুরজিৎ হাজরারা একটি লিখিত অভিযোগ করেছেন হবিবপুর থানায়।
কৃষকদের অভিযোগ, বেশ কয়েকজন মিলে তাদের জমির ফসল নষ্ট করেছে। ৪২ বিঘা জমিতে সরিষা ও মটরশুটি সহ বিভিন্ন ধরনের সবজি লাগানো ছিল। তার ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা তা জানানো হয়েছে অভিযোগে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা পুলিশকে অভিযোগে জানিয়েছেন, সংশ্লিষ্ট এলাকায় প্রায় ১৩০০ বিঘার ওপর একটি জঙ্গল রয়েছে। সেই জঙ্গল থেকে গাছ কেটে চুরি করছে দুষ্কৃতীরা। বিষয়টির প্রতিবাদ করেছিলেন তাঁরা। তারপরেই এভাবেই একসঙ্গে এত কৃষকের জমির ফসলে বি, দিয়েছে দুষ্কৃতীরা।
আরও পড়ুন- West Bengal News Live: বিরাট 'প্যাঁচে' 'কালীঘাটের কাকু', সংশোধনাগার থেকে বেরনোর আগেই জালে তুলল CBI
আরও পড়ুন- Partha Chatterjee: জামিন আবেদনের শুনানি শেষ, নতুন বছরের আগেই বিরাট 'সুখবর' পেতে পারেন পার্থ
তৃণমূল পরিচালিত মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রমিলা বেসরা জানিয়েছেন, এই ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, "ব্লক প্রশাসনকে আবেদন করেছি যাতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণ পান। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।"