Miscreants shot at police in Malda Kaliachak: ফের পুলিশকে লক্ষ্য করে গুলি। নিষিদ্ধ কাফ সিরাফ বাজেয়াপ্ত করতে গিয়ে এবার বেপরোয়া আক্রমণের মুখে পুলিশকর্মীরা। এই ঘটনায় বরাতজোরে রক্ষা পেয়েছেন পুলিশকর্মীরা। তবে এরপরেই তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারাত্মক এই ঘটনাটি মালদার কালিয়াচকের। কালিয়াচকের সাইলাপুর গ্রামে নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করতে গেলে পুলিশের উপর হামলার ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের উপর হামলার অভিযোগে ধৃত দু'জনের নাম বরুণ মণ্ডল ও মিঠুন শেখ। বরুণের বাড়ি কালিয়াচকেরই উমাকান্ত টোলার জানুটোলা এলাকায় ও মিঠুন শেখের বাড়ি দক্ষিণ কদমতলায়। নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের খবর গোপন সূত্রে আগেই পেয়ে যায় পুলিশ। সেই মতো অভিযানে যায় কালিয়াচক থানার পুলিশ। তবে পুলিশ যেতেই আচমকা তাদের উপর হামলা চলে। কালিয়াচকের সাইলাপুর গ্রামে পুলিশ ঢুকতেই গুলি চালানো শুরু করে দুষ্কৃতীরা। কোনওক্রমে এলাকা থেকে পালিয়ে বাঁচে পুলিশ।
এরপর বিশাল পুলিশবাহিনী নিয়ে যাওয়া হয় ওই এলাকায়। সেখান থেকেই দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০ বোতল ফেনসিডিল কাফ সিরাপ, একটি সেভেন এমএম পিস্তুল, দুটি কার্তুজ, একটি ম্যাগাজিন ও একটি ফায়ার হওয়া কার্তুজের খোল।
আরও পড়ুন- West Bengal News Live:আচমকা শারীরিক অবস্থার আরও অবনতি, ICCU-তে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়
এদিকে ফের পুলিশের উপর হামলার ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন, "জেলায় যে কোনও আইনশৃঙ্খলার পরিবেশ নেই, এই ঘটনা তারই প্রমাণ। পুলিশকে লক্ষ্য করে দুস্কৃতীরা গুলি ছুড়ছে। আমাদের প্রশ্ন জেলায় এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? শাসকের মদতে এই সব আসছে। আর জেলায় দুস্কৃতীরাজ বাড়ছে। এই সব অবিলম্বে বন্ধ করতে হবে।"
আরও পড়ুন- West Bengal Weather Update: ভরা মাঘে চড়ছে পারদ, উধাও শীত! বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?
অন্যদিকে, জেলা তৃণমূলের মুখপাত্র আশীষ কুণ্ডু বলেন, "এই রাজ্যে আইনের শাসন আছে বলেই পুলিশের ওপর হামলা হয়েছে ও গ্রেপ্তারও হয়েছে। বিজেপিশাসিত রাজ্যেও অনেক কেচ্ছা হচ্ছে... সেই সব কোথায় চাপা পড়ছে? তাই বিজেপির এই সব কথা বলার আগে ভাবতে হবে।"
আরও পড়ুন- Malda News: ৭ দিন পরেও খোঁজ নেই অপহৃত মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর, পুলিশের সুপারের দ্বারস্থ পরিবার