/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/vhp-rally-ie-759.jpg)
News in West Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights: কলকাতা বইমেলায় স্টল দিতে পারবে না বিশ্ব হিন্দু পরিষদ। এই নিয়ে কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সিদ্ধান্তই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা বিশ্ব হিন্দু পরিষদের মামলা খারিজ করে দেন। তাঁর পর্যবেক্ষণ, হাইকোর্টে এই মামলা সঠিক ভাবে দায়ের হয়নি।
ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রে বোসের তুলনা টানা হল। এবার এই তুলনা টেনেছেন তৃণমূলের বিধায়ক সৌমেন মহাপাত্র। একটি অনুষ্ঠানে তিনি বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের মিল তিনি দেখতে পান। সৌমেন মহাপাত্রের কথায়, "মুখ্যমন্ত্রীর যে গুণ আছে তাতে তিনি বিত্তশালী হতে পারতেন। তা তিনি হননি। নেতাজির মতো মুখ্যমন্ত্রীও জনগণের জন্য আত্মনিবেদন করেছেন।" এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুভাষচন্দ্র বসুর তুলনা টেনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও।
এদিকে, হলুদ ট্যাক্সির মতো অন্যান্য যাত্রীবাহী গাড়িকেও হলুদ রং করার ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর। অন্যান্য গাড়িগুলিকেও হলুদ রং করে ট্যাক্সি হিসেবে চালানো যাবে। হলুদ ট্যাক্সি বাঁচাতে আন্দোলন নেমেছে একাধিক সংগঠন। সম্প্রতি তাঁরা পরিবহণ দপ্তরের দারস্থ হয়েছিল। বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি এবং ব্যক্তিগত মালিকানাধীন অ্যাম্বাসেডর গাড়িকে শর্তসাপেক্ষে হলুদ রং করে ট্যাক্সি হিসেবে চলতে দেওয়ার দাবি জানানো হয়। পরিবহণ মন্ত্রী সেই দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন। তারপরেই পরিবহণ দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি হয়েছে।
-
Jan 24, 2025 17:53 IST
West Bengal News Live: বইমেলায় স্টল দিতে পারবে না বিশ্ব হিন্দু পরিষদ, মামলা খারিজ হাইকোর্টে
কলকাতা বইমেলায় স্টল দিতে পারবে না বিশ্ব হিন্দু পরিষদ। এই নিয়ে কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সিদ্ধান্তই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা বিশ্ব হিন্দু পরিষদের মামলা খারিজ করে দেন। তাঁর পর্যবেক্ষণ, হাইকোর্টে এই মামলা সঠিক ভাবে দায়ের হয়নি।
-
Jan 24, 2025 17:11 IST
West Bengal News Live: স্যালাইন-কাণ্ডে ২ চিকিৎসকে জিজ্ঞাসাবাদ সিআইডি-র
স্যালাইন-কাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ সিআইডির। চিকিৎসক দিলীপ কুমার পাল ও চিকিৎসক হিমাদ্রি নায়েককে শুক্রবার ভবানী ভবনে তলব করেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ২ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
-
Jan 24, 2025 17:06 IST
West Bengal News Live: জটিল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়
জটিল রোগে আক্রান্ত ২ বছরের শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ ২ বছরের কৃতি মান্নার চিকিৎসার জন্য দুষ্প্রাপ্য ইঞ্জেকশনের ব্যবস্থাও করে দিলেন। ডায়মন্ড হারবারে অভিষেকের সেবাশ্রয়ে শিবির চলছে। সেখানেই শুক্রবার এই শিশুর পরিবারের পাশে দাঁড়ান অভিষেক।
-
Jan 24, 2025 16:29 IST
West Bengal News Live:স্যালাইন-কাণ্ডের প্রতিবাদে পথে BJP
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন-কাণ্ডের প্রতিবাদে শুক্রবার কলকাতা শহরে মিছিল করল বিজেপি। কলেজ স্কোয়ার থেকে মোহাম্মদ আলি পার্ক পর্যন্ত গেরুয়া দলের মিছিলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল করে গিয়ে রাজ্যপালকে ডেপুটেশন জমা দিয়েছে বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর অভিযোগ, 'গাফিলতি ঢাকতেই চিকিৎসকদের ফাঁসাচ্ছে সরকার'।
-
Jan 24, 2025 15:22 IST
West Bengal News Live:মীনাক্ষীদের বিরুদ্ধে মামলা
স্যালাইন-কাণ্ডের (Saline Controversy) প্রতিবাদে এবার মেদিনীপুরে মিছিল করতে গিয়ে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি-তর্কাতর্কিতে জড়ালেন DYFI সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ মোট ১৬ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
বিস্তারিত পড়ুন- Saline Controversy: স্যালাইন-কাণ্ডের প্রতিবাদে DYFI-এর মিছিল, মীনাক্ষীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা
-
Jan 24, 2025 14:59 IST
West Bengal News Live:উদ্বেগে বিমান
ভারত-বাংলাদেশের মধ্যে কাঁটাতারহীন সীমান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। তিনি এদিন বলেন, "কাঁটাতারবিহীন ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকার সব ব্যাপারে সহযোগিতা করতে রাজি। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার যদি তৎপরতা দেখায় রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। দু'টো দেশের মধ্যে প্রপারলি বেড়া এবং ডিমারকেশন হোক। কারণ ওখান থেকে অনেকেই অবৈধভাবে এ দেশে ঢুকে পড়ছে। এটা আমাদের ক্ষেত্রে ও নিরাপত্তার ক্ষেত্রে অনেক চিন্তার বিষয়।"
-
Jan 24, 2025 14:36 IST
West Bengal News Live:রাজনীতিতে আসছেন ঋতুপর্ণা?
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের রাজনীতিতে নামা মিয়ে জল্পনা বহুদিনের। ফের একবার তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি কি রাজনীতি নামছেন? উত্তরে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, "আমি রাজনীতির কিছু বুঝি না। রাজনীতি থেকে আমি অনেক দূরে। আমি শিল্পী হিসেবেই থাকতে চাই।"
-
Jan 24, 2025 13:20 IST
West Bengal News Live:কল্যাণ-সহ সাসপেন্ড ১০ সাংসদ
আবারও জেপিসি বৈঠকে তুমুল হট্টগোল। বৈঠক শুরু হতেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুমুল বচসা হয় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। এরপরেই বৈঠকে হাঙ্গামা করার অভিযোগে জেপিসি-র চেয়ারম্যান তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী ১০ সাংসদকে আজকের মতো সাসপেন্ড করেন। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে জেপিসি বৈঠক। 'বৈঠকের নামে প্রহসন', জেপিসি বৈঠক ইস্যুতে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
-
Jan 24, 2025 13:15 IST
West Bengal News Live:'কাহওয়া চা'য়ে তুফান তমলুকবাসীর!
কাশ্মীরের 'কেশর চা' এখন পূর্ব মেদিনীপুরের সদর শহর তমলুকের রাজবাড়ীর খাদি মেলায়। অনেকের ইচ্ছা থাকলেও কাশ্মীরের 'কেশর চা' খাওয়া সম্ভব হয়ে ওঠেনি। তবে এবার হাতের কাছে কম দামে কাশ্মীরের 'কেশর চা' মেলায় আহ্লাদে আটখানা তমলুকবাসী।
বিস্তারিত পড়ুন- Kashmiri Kahwa Tea: এক টুকরো কাশ্মীর খাস তমুলকে, 'কাহওয়া চা'য়ে তুফান শহরবাসীর!
-
Jan 24, 2025 11:34 IST
West Bengal News Live:ভলিবল টুর্নামেন্টের সূচনায় শূন্যে পরপর গুলি
আবারও মালদায় চলল গুলি। এবার শূন্যে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে হল ভলিবল প্রতিযোগিতার সূচনা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। মালদার মানিকচকের নূরপুর এলাকার এই ঘটনা এখন বেশ চর্চায়। পুলিশ এব্যাপারে কঠিন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে।
বিস্তারিত পড়ুন- Malda News: ফের সেই মালদা! এবার ভলিবল টুর্নামেন্টের সূচনায় শূন্যে পরপর গুলি
-
Jan 24, 2025 11:07 IST
West Bengal News Live:সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টে CBI
এবার আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল সিবিআই। বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ কেন্দ্রীয় তদন্ত সংস্থার। আগামী সোমবার মামলার শুনানি। আগেই সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই সময়ে রাজ্যের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছিল সিবিআই। পরবর্তী সময়ে সেই সিবিআই এবার সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তির দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল।
-
Jan 24, 2025 10:30 IST
West Bengal News Live: বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
কলকাতা বিমানবন্দরে তুমুল যাত্রী বিক্ষোভ। বাগডোগরায় আবহাওয়া খারাপ থাকার জেরে ও দৃশ্যমানতা কম থাকার জেরে বিমান নিয়ে যাওয়া যাচ্ছে না। সেই কারণেই একটি বেসরকারি সংস্থা বিমান বাতিল করে। তারই জেরে বিমানের যাত্রীরা তুমুল বিক্ষোভ দেখিয়েছেন। শেষ মুহূর্তে বিমান বাতিলের অভিযোগ সংস্থার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কলকাতা বিমানবন্দরে। অভিযোগ, ভোর ৫:৫৫ মিনিটের বিমানের জন্য বোর্ডিং পাস ইস্যু করা হয়। একেবারে শেষ মুহূর্তে জানানো হয় কুয়াশার জেরে খারাপ আবহাওয়ার কারণে উড়ান বাতিল। যাত্রীদের অভিযোগ, বিকল্প বিমানের কোনও ব্যবস্থা করা হয়নি।
-
Jan 24, 2025 10:09 IST
West Bengal News Live: পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি
ফের পুলিশকে লক্ষ্য করে গুলি। নিষিদ্ধ কাফ সিরাফ বাজেয়াপ্ত করতে গিয়ে এবার বেপরোয়া আক্রমণের মুখে পুলিশকর্মীরা। এই ঘটনায় বরাতজোরে রক্ষা পেয়েছেন পুলিশকর্মীরা। তবে এরপরেই তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারাত্মক এই ঘটনাটি মালদার কালিয়াচকের। কালিয়াচকের সাইলাপুর গ্রামে নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করতে গেলে পুলিশের উপর হামলার ঘটনাটি ঘটে।
বিস্তারিত পড়ুন-Malda News: আবারও পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, পরে অলআউটে অভিযানে গ্রেপ্তারি!
-
Jan 24, 2025 09:18 IST
West Bengal News Live: ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্র
হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই ঘটনায় চারটি বাচ্চা-সহ ওই কেন্দ্রের রাঁধুনি ও এক আরও এক মহিলা আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় পঞ্চায়েত এলাকার ঘটনা। আমফান ঝড়ের পর থেকেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তার পর থেকে সঠিকভাবে রক্ষাণাবেক্ষণ না হওয়াতেই বিপত্তি বলে অভিযোগ বাসিন্দাদের।
-
Jan 24, 2025 09:14 IST
West Bengal News Live: বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?
ভরা মাঘে উধাও শীত। বরং তাপমাত্রা বাড়তে থাকায় ঠাণ্ডার মেজাজ বেশ ফিকে হয়ে গেছে। আপাতত আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আগামী ৪৮ ঘণ্টায় শীতের অনুভূতি আরও হালকা হতে থাকবে। এরই মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: ভরা মাঘে চড়ছে পারদ, উধাও শীত! বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?
-
Jan 24, 2025 09:12 IST
West Bengal News Live: পার্থের শারীরিক অবস্থার অবনতি
প্রেসিডেন্সি জেলে থাকাকালীন গত ২০ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আবারও নতুন করে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে গতকাল থেকে। কিডনি ও ফুসফুসের সমস্যা রয়েছে তাঁর। এই পরিস্থিতিতে ICCU-তে রেখে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা চলছে।