Durga Puja 2024: খাস কলকাতায় মণ্ডপে ঢুকে দুর্গাপুজো বন্ধের হুমকি দুষ্কৃতীদের? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গার্ডেনরিচের নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপের একটি ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি দুর্গাপুজোর আচার-অনুষ্ঠান বন্ধের হুমকির পাশাপাশি মূর্তি ভাঙচুরের হুঁশিয়ারি দিয়েছিল দুষ্কৃতীরা।
এবার কলকাতা শহরেই একটি দুর্গাপুজোর মণ্ডপে তুমুল গন্ডগোল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি পুজোমণ্ডপে ঢুকে তুমুল গন্ডগোল করছেন একাংশের মানুষজন। শুক্রবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করে এই ভিডিও। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই ভিডিওটি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন।
এক্স হ্যান্ডলে কী লিখলেন শুভেন্দু অধিকারী?
"শ্রী মনোজ কুমার ভার্মা (আইপিএস)? গুন্ডারা কীভাবে একটি দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকে পড়ার ক্ষমতা দেখাল? কলকাতা পুলিশের আওতাধীন একটি দুর্গাপুজোর মণ্ডপে ঢুকে পুজোর আচার বন্ধ না হলে মা দুর্গার প্রতিমা ভাঙচুরের হুমকি? ঘটনাটি ঘটেছে গার্ডেন রিচের নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পূজা প্যান্ডেলে। ইতিমধ্যেই গার্ডেন রিচ থানায় অভিযোগ জানিয়েছেন আয়োজকরা। নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও সদস্যরাও ঘটনার ভিডিও ফুটেজ সরবরাহ করেছেন। আপনি কীভাবে এটা ঘটতে অনুমতি দিতে পারেন? আমি বিশ্বাস করি আপনি দোষীদের বিরুদ্ধে যতটা সম্ভব কঠোর ব্যবস্থা নেবেন।"
আরও পড়ুন- Rain Forecast: বেলা গড়ালেই আবহাওয়ায় বদল, আজ বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?
আরও পড়ুন- Durga Puja 2024: দশমীতে সিঁদুর খেলার চল নেই, ৫০০ বছরের এই পুজো শুরুর নেপথ্যে এক বাজপাখি!
What is this Mr. @CPKolkata; Shri Manoj Kumar Verma (IPS)?
— Suvendu Adhikari (@SuvenduWB) October 11, 2024
How did the goons garner the ability to storm into a Durga Puja Pandal under the Jurisdiction of the @KolkataPolice and threaten to vandalise the idol of Maa Durga if the rituals aren't stopped?
The incident happened at… pic.twitter.com/QQmcSf10Jo
এর আগে আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতেও একটি দুর্গাপুজোর মণ্ডপের ঘটনা সামনে এনেছিলেন নন্দীগ্রামের BJP বিধায়ক শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রেও তাঁর দাবি ছিল, দুষ্কৃতীরা দুর্গাপুজোর মণ্ডপে উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাক বাজানো বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে।
Disturbing scenes have emerged from West Bengal, in KMC Ward 133, Metiaburuz, where Bengali Hindus were celebrating Durga Puja. This year, many of the Tithis occurred in the morning, which led to the sound of Dhaks and conch shells being heard earlier in the day.
— BJP West Bengal (@BJP4Bengal) October 11, 2024
This angered a… pic.twitter.com/h8JYHCBYX8