West Bengal Weather Update: এবছর দুর্গাপুজোর (Durga Puja 2024) ক'দিন ভারী বৃষ্টি হয়নি। ফাটাফাটি ওয়েদারে দারুণ মজায় জমিয়ে ঠাকুর দেখেছেন আট থেকে আশি। তবে আজ শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। শুধু দক্ষিণবঙ্গেই নয়, আজ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। পুজো মিটতেই এবার টানা দুর্যোগ? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ বিজয়া দশমীর দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। আজও দিনভর জমিয়ে ঠাকুর দেখার প্ল্যান রয়েছেন অনেকেরই। তবে আজ ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে ছাতা রাখাটা বুদ্ধিমানের কাজ হবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
এদিকে, আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছেন উত্তরবঙ্গেও। তবে সব জেলায় নয়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- Junior Doctor's Hunger Strike: নাছোড় আন্দোলন! আরও দুই জুনিয়র ডাক্তার অনশনে, একাদশীতে ঘরে-ঘরে অরন্ধনের আহ্বান
আরও পড়ুন-Kalyan Banerjee: মা দুর্গার সামনে আরতির সময় হাপুস নয়নে কান্না কল্যাণের, ঝড়ের বেগে ভাইরাল সেই ভিডিও
এবছর দুর্গাপুজোয় বাঁধভাঙা উচ্ছ্বাসে বাদ সাধেনি বৃষ্টি। দুর্গাপুজোর ক'দিনই ওয়েদার ভালোই থাকবে বলে জানিয়ে দিয়েছিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর কদিনই ভারী বৃষ্টির মুখ দেখেনি বাংলা। জমিয়ে চলেছে ঠাকুর দেখা। তবে একেবারে পুজোর শেষ লগ্নে এসে হালকা বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বেশ কিছু জেলায়।