Mithun Chakraborty: ভোটার তালিকায় সংশোধন হলে ২৬-এর বিধানসভা নির্বাচনে ৭০টি আসনও পাবেন না তৃণমূল। এবার সরাসরি হুঙ্কার ছুঁড়লেন অভিনেতা-রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। পাশাপাশি এদিন তিনি বাঙালি বিদ্বেষ ইস্যুতে তৃণমূলকে তুমুল কটাক্ষ করে বলেন, 'ভিন রাজ্যে কোথাও কোন রকমভাবে বাঙালিকে হেনস্থা করা হচ্ছে না। যে দল বলছে বিজেপি পশ্চিমবঙ্গের দল না, সেই দল আদৌ বাংলার দল তো? নাকি অন্য কোন দেশের দল?"
ভিন রাজ্যে বাঙালি বিদ্বেষ ইস্যুতে রীতিমত আসরে তৃণমূল। অসম, হরিয়ানা, দিল্লি, ওডিশা সহ একাধিক রাজ্যে বাঙালি বিদ্বেষ ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।২১ জুলাইয়ের মঞ্চ থেকেও তিনি এই একই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠে আগামী দিনে আরও জোরদার প্রতিবাদের ডাকও দিয়েছেন। এবার ভিন রাজ্যে বাঙালি বিদ্বেষ, তৃণমূলের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন, "উনি সবেতেই বিতর্ক তৈরি করতে চান, আদতে তেমন কিছুই ঘটছে না"।
তৃণমূলকে হুঙ্কার ছুঁড়ে মিঠুন বলেন, "মুর্শিদাবাদে যা ঘটে গেছে তেমন ঘটনা আর ঘটলে আমরা আর চুপ করে থাকবো না। ২৬-এর বিধান সভা ভোটে তৃণমূলের বিসর্জন অনিবার্য", বলেও দাবি করেন বিজেপি নেতা। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন নিয়ে এদিন তৃণমূলের তোলা অভিযোগকে নস্যাৎ করে বিজেপি নেতা বলেন, "বেছে বেছে ইলেকশন কমিশন কেন নাম বাদ দেবে? তাদেরই বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে যারা বেছে বেছে এদেশে অবৈধভাবে এসেছেন। বাংলায় এরকম ঘটনা অনেক বেশি, তাই তৃণমূল চেঁচামেচি করছে"। । বাঙালি বিদ্বেষ নিয়ে তৃণমূলের অভিযোগ 'ডাহা মিথ্যা' বলেও এদিন তিনি উল্লেখ করেছেন। এপ্রসঙ্গে তিনি বলেন, আমি নিজে ব্যাঙ্গালুরুতে একটি হোটেল খুলেছি, যেখানে বেশিরভাগই বাঙালি পরিযায়ী। তবে সেখানে কোন বাংলাদেশি নেই। যদি বাংলাদেশি কেউ থাকেন তাকে অবশ্যই বাংলাদেশি বলেই চিহ্নিত করা হবে"। মিঠুনের এই মন্তব্য প্রসঙ্গে বিশ্বাসঘাতক সবচেয়ে বড় গদ্দার বলে আক্রমণ তৃণমূল নেতা কূণাল ঘোষের।