Alipore Zoo: দেশের প্রাচীনতম চিড়িয়াখানা থেকে রাতারাতি 'উধাও' ৩২১টি প্রাণী! দেশ জুড়ে সমালোচনার ঝড়।
দেশের অন্যতম প্রাচীন চিড়িয়াখানা থেকে এক রাতেই ৩২১টি প্রাণী 'উধাও' হয়ে গেছে। আলিপুর চিড়িয়াখানার রেকর্ড থেকে হঠাৎ করে ৩০০ টিরও বেশি প্রাণীর নাম উধাও হয়ে গেছে। এখন বিষয়টি সামনে আসতেই জলঘোলা হয়েছে। এই ঘটনার জেরে রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে।
শহরেরই একটি এনজিও 'স্বজন' এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা। এনজিও-এর তরফে দায়ের করা পিটিশনে দাবি করা হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ দিন অর্থাৎ ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত এখানে প্রাণীর সংখ্যা ৬৭২টি ছিল। কিন্তু ২০২৪-২৫ নতুন অর্থবর্ষে, ১ এপ্রিল, ২০২৪ তারিখে, এই সংখ্যা হঠাৎ করে ৩৫১-এ নেমে আসে। অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে হঠাৎ করে ৩২১টি প্রাণী 'উধাও' হয়ে যায় চিড়িয়াখানা থেকে ।
অবাক করার মতো বিষয় হল, এর মধ্যে রয়েছে কিছু বিলুপ্ত প্রজাতির প্রাণীও। এনজিও-র তরফে দাবি করা হয়েছে, চরম অবহেলা এবং তথ্য গোপন করার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা আরও বলেছে, এত ব্যাপকভাবে আলিপুর চিড়িয়াখানার প্রাণীর সংখ্যা কমে গেছে, কিন্তু জাতীয় বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এবিষয়ে কোনও তথ্য প্রদান করা হয়নি। এনজিওটি এই বিষয়ে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে।
তবে, এই চিড়িয়াখানা নিয়ে প্রশ্ন তোলার ঘটনা এটাই প্রথম নয়। এনজিওর মতে, ৩ মার্চ, ২০১১ পর্যন্ত এই চিড়িয়াখানায় ১৪৫২টি প্রাণী ছিল। ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত তাদের সংখ্যা মাত্র ৬৭২টিতে নেমে এসেছে। সেন্ট্রাল জু অথরিটি কর্তৃপক্ষ (CZA) ২০১৭-১৮ সালে যখন একটি অডিট পরিচালনা করে, তখন ৩১ মার্চ, ২০১৭ তারিখে এখানে ১১৮৬টি প্রাণী ছিল। কিন্তু ১ এপ্রিল, ২০১৭ তারিখে মাত্র ৯১০টি প্রাণীর রেকর্ড পাওয়া যায়। ২০২২ সালেও একদিনে ১৯০টি প্রাণী 'উধাও' হয়ে যায়।
আলিপুর জুওলজিক্যাল গার্ডেন দেশের প্রাচীনতম চিড়িয়াখানাগুলির মধ্যে অন্যতম। এই চিড়িয়াখানাটি ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। গত বছর এই চিড়িয়াখানাটি ১৫০ বছর পূর্ণ করেছে। ওয়েবসাইট অনুসারে, এখানে ১২৮ টিরও বেশি প্রজাতির প্রাণী রয়েছে। এই চিড়িয়াখানায় ৩৯ টিরও বেশি স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল।