Mithun Chakraborty On pakistan: '১৪০ কোটির প্রস্রাব... সুনামিতে ভেসে যাবে', পাকিস্তানকে তীব্র কটাক্ষ অভিনেতা মিঠুনের

Mithun Chakraborty On pakistan: অপারেশন সিন্দুরের পরও পাকিস্তান আছে পাকিস্তানেই। জঙ্গি কার্যকলাপে যেমন কোন ভাটা পড়েনি তেমনই ভারতের বিরুদ্ধে একেরপর এক উস্কানি মন্তব্য করে চলেছে তারা।

Mithun Chakraborty On pakistan: অপারেশন সিন্দুরের পরও পাকিস্তান আছে পাকিস্তানেই। জঙ্গি কার্যকলাপে যেমন কোন ভাটা পড়েনি তেমনই ভারতের বিরুদ্ধে একেরপর এক উস্কানি মন্তব্য করে চলেছে তারা।

author-image
IE Bangla Web Desk
New Update
mithun chakraborty PEE pakistan

'১৪০ কোটির প্রস্রাব... সুনামিতে ভেসে যাবে', পাকিস্তানকে তীব্র কটাক্ষ অভিনেতা মিঠুনের

Mithun Chakraborty On pakistan: "আমরা একটি বাঁধ তৈরি করব, যেখানে ১৪০ কোটি মানুষ তাতে প্রস্রাব করবে, তারপর আমরা গেট খুলে দেব, সুনামি আসবে...ভেসে যাবে পাকিস্তান"। এভাবেই পাক সেনা প্রধান আসিম মুনিরের এবং প্রাক্তন পাক বিদেশমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিলেন তারকা অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

Advertisment

অপারেশন সিন্দুরের পরও পাকিস্তান আছে পাকিস্তানেই। জঙ্গি কার্যকলাপে যেমন কোন ভাটা পড়েনি তেমনই ভারতের বিরুদ্ধে একেরপর এক উস্কানি মন্তব্য করে চলেছে তারা। সম্প্রতি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে পরমাণু হামলার হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান আসিম মুনির। সেই রেশ কাটতে না কাটতেই ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বীজ উগরে দিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোও। এক অনুষ্ঠান তিনি বলেন, সিন্ধু নদের জল আটকে দেওয়া পাকিস্তানের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার উপর আক্রমণ। এই মন্তব্যের জবাবে তীব্র কটাক্ষ করেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

ট্রাম্প-মোদীর সাক্ষাৎ নিয়ে চলছে জোর জল্পনা, মিটতে চলেছে ভারত-মার্কিন বাণিজ্য সংঘাত?

Advertisment

বিলাওয়ালের মন্তব্যকে নিশানা করে মিঠুন বলেন, “এমন মন্তব্য চালিয়ে গেলে আমাদেরও মাথা খারাপ হয়ে যাবে, আর তখন একের পর এক ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র আছড়ে পড়বে। আমরা একটি বড় বাঁধ তৈরিরও কথা ভেবেছি, যেখানে ১৪০ কোটি ভারতীয় প্রস্রাব করবে। এরপর বাঁধের গেট খুলে দিলে সুনামিতে ভেসে যাবে পাকিস্তান'। তবে তিনি স্পষ্ট করেন, পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি তার কোনও ক্ষোভ নেই, তাঁর এই মন্তব্য স্রেফ বিলাওয়াল ভুট্টোর উদ্দেশ্যেই করা। 

স্বাধীনতার পরেই উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উন্নয়নে বৃহত্তর ভাবনা, ফিরে দেখা IIT-র 'গর্বের যাত্রা'!

বিলাওয়াল ভুট্টো এই প্রথমবার এমন মন্তব্য করেছেন তা নয়। এর আগে গত জুন মাসেও তিনি পাকিস্তানের সংসদে বলেছিলেন যে, সিন্ধু জল চুক্তির আওতায় পাকিস্তান যদি তার ভাগের জল না পায়, তাহলে ভারতের সঙ্গে  'যুদ্ধ' হবে। উল্লেখ্য, ভারত এপ্রিল মাসে ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করে। পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট ভাবে জানিয়েছেন, রক্ত আর জল কখনও একসঙ্গে প্রবাহিত হতে পারে না। 

mithun chakraborty India-Pakistan