Madhyamik: দিন কয়েক পরেই শুরু মাধ্যমিক, নজরদার শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা পর্ষদের

Madhyamik 2025: এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্ভিঘ্নে পরীক্ষা-পর্ব পরিচালনায় বদ্ধপরিকর মধ্যশিক্ষা পর্ষদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Madhyamik 2025,Special Window,West bengal News,মাধ্যমিক, স্পেশাল উইন্ডো

Madhyamik 2025: আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা।

Mobile phones cannot be kept with invigilating teachers during Madhyamik examinations 2025: আর দিন কয়েক পরেই শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। রাজ্যজুড়ে নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনায় এবারও জোরদার তৎপরতা মধ্যশিক্ষা পর্ষদের। এরই মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের জন্য নয়া নির্দেশিকা চর্চায়। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনও নজরদারি করা শিক্ষক-শিক্ষিকা সঙ্গে মোবাইল ফোন কিংবা বৈদ্যুতিন যন্ত্র রাখতে পারবেন না। রীতিমতো নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

Advertisment

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ভেনুগুলিতে নজরদারির দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকাদের কাছে মোবাইল ফোন রাখা যাবে না। শুধু মোবাইল ফোনই নয়, বৈদ্যুতিন অন্য কোনও যন্ত্রও সঙ্গে রাখতে পারবেন না তাঁরা। পরীক্ষা কেন্দ্রে সেগুলি নিয়ে গেলে আগে থেকে তা ভেনু সুপারভাইজার কিংবা ভেনু সেক্রেটারির কাছে জমা করতে হবে। পরীক্ষা চলাকালীন কোনও শিক্ষকের কাছে মোবাইল ফোন রয়েছে এটা জানা গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে মধ্যশিক্ষা পর্ষদ।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছেন, "পরীক্ষা কেন্দ্রের ভেনু সুপারভাইজার বা সেন্টার সেক্রেটারি ওই কেন্দ্রের নজরদারি করা শিক্ষকদের নাম রেজিস্টারে লিখে রাখবেন। ওই রেজিস্টারে শিক্ষকদের সঙ্গে মোবাইল ফোন নেই এটাও লিখতে হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে গেলে তা জমা রাখতে হবে ভেনু সুপারভাইজার বা সেন্টার সেক্রেটারির কাছে। এরপরেও কোনও শিক্ষকের কাছে ফোন আছে এটা ধরা পড়লে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

আরও পড়ুন- West Bengal News Live: SLST চাকরিজীবীদের কালীঘাট অভিযানে ধুন্ধুমার, মিছিলে বাধা পেয়ে তুমুল বিক্ষোভ

Advertisment

উল্লেখ্য এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। ১০ ফেব্রুয়ারি বাংলা পরীক্ষা, ১১ ফেব্রুয়ারি ইংরেজি, ১৫ ফেব্রুয়ারি হবে অংক পরীক্ষা, আগামী ১৭ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা, ১৮ তারিখ ভূগোল, ১৯ তারিখ জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান এবং সবশেষে আগামী ২২ ফেব্রুয়ারি মাধ্যমিকের ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন- Bangladesh: শেখ মুজিবের নিশানই মিটিয়ে দিতে চায় কট্টরবাদীরা, নৈরাজ্যের বাংলাদেশে বৃহস্পতিবার সকালেও চলল বাড়ি ভাঙার কাজ

madhyamik exam Bengali News Today news in west bengal news of west bengal Madhyamik 2025