modi rally in WB:বঙ্গ সফরে এসে '২৬ এর ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরের সভামঞ্চ থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন BJP-র শীর্ষ সেনাপতি। মোদীর কথায় উঠে এল RG Kar কাণ্ড থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের কসবার ল' কলেজের গণধর্ষণের ঘটনা। এরই পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে বাংলাজুড়ে সিন্ডিকেট রাজের অভিযোগ তুলে সোচ্চার মোদী। "এবার বিজেপিকে সুযোগ দিন", '২৬-এর নির্বাচনের আগে বঙ্গবাসীকে আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
দুর্গাপুরে আজ জোড়া সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইস্পাতনগরীর নেহেরু স্টেডিয়ামের সরকারি সভা মঞ্চে খানিকক্ষণ ভাষণের পর পাশেই রাজনৈতিক সভা মঞ্চে হাজির হন মোদী। 'জয় মা কালী জয় মা দুর্গা', বলে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। এদিন দুর্নীতির একাধিক অভিযোগ তুলে রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধোনা করেন নমো।
এরই পাশাপাশি মোদীর মুখে এদিন উঠে আসে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ও সাম্প্রতিক সময়ে কসবার ল' কলেজের গণধর্ষণের ঘটনা। দু'টি ঘটনাতেই তৃণমূলকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- PM Narendra Modi in Durgapur Live update:অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সাংবিধানিক নিয়ম মেনে পদক্ষেপ চলবে: মোদী
মোদী এদিন বলেন, "আজ বাংলার হাসপাতালও মেয়েদর জন্য সুরক্ষিত নয়। চিকিৎসক তরুণীর সঙ্গে অত্যাচার হওয়ার পর কীভাবে তৃণমূল সরকার অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে সবাই দেখেছে। এরই মধ্যে আরও এক কলেজে একটি মেয়ের সঙ্গে একটি মেয়ের সঙ্গে যা অত্যাচার হল সেটাও সবাই দেখেছে। এক্ষেত্রেও অপরাধীদের সঙ্গে যোগ তৃণমূলের। তৃণমূলের বড়-বড় নেতা-মন্ত্রীরা অপরাধীর বদলে নির্যাতিতাকেই দোষী বলছে। এমন অনেকে তৃণমূলের নির্মততার সাক্ষী। সবাই মিলে বাংলাকে এই নির্মমতা থেকে মুক্তি দিতে হবে।"
আরও পড়ুন- Modi Bengal Visit: উন্নয়ন অস্ত্রেই তৃণমূলকে বিঁধে বঙ্গ সফরে বিরাট চমক প্রধানমন্ত্রীর, ২১ জুলাইয়ের আগেই খেলা ঘোরালেন মোদী