Modi Bengal Visit: উন্নয়ন অস্ত্রেই তৃণমূলকে বিঁধে বঙ্গ সফরে বিরাট চমক প্রধানমন্ত্রীর, ২১ জুলাইয়ের আগেই খেলা ঘোরালেন মোদী

Modi Bengal Visit: দুর্গাপুর থেকে 'মেক ইন ইন্ডিয়া'র বার্তা প্রধানমন্ত্রী বলেন, "দুর্গাপুর স্টিল সিটির পাশাপাশি উৎকর্ষ শ্রমেরও কেন্দ্র। আজ এখানে ৫৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হল।

Modi Bengal Visit: দুর্গাপুর থেকে 'মেক ইন ইন্ডিয়া'র বার্তা প্রধানমন্ত্রী বলেন, "দুর্গাপুর স্টিল সিটির পাশাপাশি উৎকর্ষ শ্রমেরও কেন্দ্র। আজ এখানে ৫৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হল।

author-image
IE Bangla Web Desk
New Update
modi rally in WB, pm rally in WB live, Kolkata news, Kolkata news live, Kolkata news today, Today news Kolkata ,Modi in Durgapur,Durgapur rally, projects worth Rs 5000 crore, piped natural gas project, BJP West Bengal, Durgapur news today,বঙ্গ সফরে মোদী,কলকাতার খবর,প্রধানমন্ত্রী

pm rally in WB live: প্রধানমন্ত্রীর সভা ঘিরে সরগরম দুর্গাপুর।

Modi Bengal Visit: পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন। ২১ জুলাইয়ের আগে শুক্রবার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দুর্গাপুরে জনসভা করেন প্রধানমন্ত্রী। মোদীর সফরকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা রীতিমত তুঙ্গে। রাজ্যে এদিন প্রধানমন্ত্রী ৫০০০ কোটি বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন।

Advertisment

বিয়ে করবেন বলে এ কী ঘটালেন BSF জওয়ান? থানায় ছুটলেন একের পর এক মহিলা

 ২১ জুলাইয়ের আগেই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে জনসভার পাশাপাশি ৫০০০ কোটি বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এদিন দুর্গাপুরে তেল, গ্যাস, বিদ্যুৎ, সড়ক ও রেল খাতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। 

Advertisment

শুক্রবার বঙ্গ সফরে এসে রাজ্যের জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ২টা ৩৭ মিনিটে পশ্চিম বর্ধমানের অণ্ডাল বিমানবন্দরে নামেন। সেখান থেকে দুর্গাপুরে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে মোট ৫৪০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দুর্গাপুর থেকে 'মেক ইন ইন্ডিয়া'র বার্তা
প্রধানমন্ত্রী বলেন, "দুর্গাপুর স্টিল সিটির পাশাপাশি উৎকর্ষ শ্রমেরও কেন্দ্র। আজ এখানে ৫৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হল। এর ফলে পশ্চিমবঙ্গের যোগাযোগ পরিকাঠামো শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ এই মন্ত্রেই এগোচ্ছে দেশ ও রাজ্য।"

UPSC-তে ব্যার্থ মানেই স্বপ্ন শেষ নয়! নয়া উদ্যোগে ভবিষ্যত গড়ছে হাজার হাজার যুবক-যুবতীর

রেল, রাস্তা, জল, ইন্টারনেট— সর্বত্র পরিকাঠামোর বিকাশ

মোদী জানান, দেশে এখন পরিকাঠামো উন্নয়নের বিপুল কর্মযজ্ঞ চলছে। ৪ কোটি গরিব পরিবারকে ঘর, প্রতিটি ঘরে জল, রাস্তাঘাট, সড়ক,  বিমানবন্দর এবং ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি, রেল পরিকাঠামোতেও অসাধারণ অগ্রগতি হয়েছে। একাধিক বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে, আধুনিক রেল স্টেশন, ওভারব্রিজ তৈরি হয়েছে এবং রেলপথ সম্প্রসারণের কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, "গত ১১ বছরে গ্যাস সংযোগের ক্ষেত্রে যে কাজ হয়েছে, তা অতীতে হয়নি। ‘ওয়ান নেশন, ওয়ান গ্যাস গ্রিড’ এর লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। পূর্ব ভারতের ৬টি রাজ্যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কাজ দ্রুতগতিতে চলছে। আজ দুর্গাপুর জাতীয় গ্যাস গ্রিডের অংশ হয়েছে। এর মাধ্যমে প্রায় ২৫-৩০ লক্ষ পরিবারে গ্যাস পরিষেবা পৌঁছবে।"

২০৪৭ সালের লক্ষ্য বিকশিত ভারত ও আত্মনির্ভরতা
প্রধানমন্ত্রী মোদী বলেন, "সমগ্র দেশ প্রবল গতিতে অগ্রসর হচ্ছে। আমাদের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি সম্পূর্ণ বিকশিত ও আত্মনির্ভর দেশ হিসেবে গড়ে তোলা। এই প্রকল্পগুলি সেই লক্ষ্যপূরণেরই বড় পদক্ষেপ।" উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রেক্ষাপটে এই সফর ও প্রকল্প উদ্বোধনকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মোদীর সভায় ডাক পাননি, দিলীপের BJP-ত্যাগ সময়ের অপেক্ষা? 'বড় খবর' শোনালেন শমীক

modi Bengal BJP