Modi Bengal Visit: বাংলার জন্য বিরাট চমক! রাজ্যে 'উপহারের ডালি' সাজিয়ে আগামীকাল মোদীর বঙ্গ সফর

Modi Bengal Visit: পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে ২১ জুলাইয়ের আগে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল দুর্গাপুরে মোদীর জনসভা। মোদীর সফরকে কেন্দ্র করে রাজ্যে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

Modi Bengal Visit: পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে ২১ জুলাইয়ের আগে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল দুর্গাপুরে মোদীর জনসভা। মোদীর সফরকে কেন্দ্র করে রাজ্যে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi 5 country visit, Global South diplomacy India, Modi Argentina visit, Modi Brazil BRICS Summit, India Namibia relations, Modi Ghana speech, Modi Trinidad Indian diaspora, BRICS India Brazil 2025, India Latin America strategy, Modi foreign policy 2025

আগামীকাল রাজ্যে 'উপহারের ডালি' সাজিয়ে হাজির হবেন প্রধানমন্ত্রী মোদী

Modi Bengal Visit:  পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে ২১ জুলাইয়ের আগে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল দুর্গাপুরে মোদীর জনসভা। মোদীর সফরকে কেন্দ্র করে রাজ্যে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। জনসভার পাশাপাশি বাংলার জন্য উপহারের ডালি সাজিয়ে আসছেন প্রধানমন্ত্রী মোদী। রাজ্যে তিনি ৫০০০ কোটি বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন।  

Advertisment

আগামীকালই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে আগামীকাল জনসভার পাশাপাশি ৫০০০ কোটি বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, আগামীকাল মোদী দুর্গাপুরে তেল, গ্যাস, বিদ্যুৎ, সড়ক ও রেল খাতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। ১৯৫০ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দে তেল ও গ্যাস পরিকাঠামোয় প্রধানমন্ত্রী বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)-এর সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (CGD) প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে ঘরোয়া, বাণিজ্যিক ও শিল্পগ্রাহকদের PNG সংযোগ প্রদান করা হবে, রিটেল আউটলেটে CNG উপলব্ধ থাকবে এবং যা এই অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Advertisment

ভয়ঙ্কর দুর্ঘটনা, রাস্তায় পড়ে চাপ চাপ রক্ত, মৃত্যুমিছিলে হাহাকার, সংঘর্ষের বলি ৭

প্রধানমন্ত্রী দুর্গাপুর-হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিমি দীর্ঘ অংশটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন, যা 'প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা' (PMUG) প্রকল্পের অন্তর্ভুক্ত জগদীশপুর-হলদিয়া ও বোকারো-ধামরা পাইপলাইন প্রকল্পের অংশ। আনুমানিক ১,১৯০ কোটি টাকার এই প্রকল্পটি পূর্ব বর্ধমান, হুগলি ও নদিয়া জেলার মধ্যে দিয়ে গিয়েছে। এই পাইপলাইন নির্মাণকালে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং এখন লক্ষাধিক পরিবারকে প্রাকৃতিক গ্যাস সরবরাহে সহায়তা করবে এই মেগা প্রজেক্ট। 

পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের লক্ষ্যে প্রধানমন্ত্রী দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন এবং রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনে ফ্লু গ্যাস ডিজালফারাইজেশন (FGD) সিস্টেম সংযোজনের প্রকল্পটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন, যার আনুমানিক ব্যয়  ১,৪৫৭ কোটি টাকা। এটি এলাকার পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

রেল পরিকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী পুরুলিয়া জেলার পুরুলিয়া-কোটশিলা রেললাইন দ্বিগুণ করার ৩৬ কিমি দীর্ঘ প্রকল্পটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন, এর জন্য ব্যয় হবে ৩৯০ কোটি। এই প্রকল্পটি জামশেদপুর, বোকারো ও ধানবাদের শিল্পাঞ্চলের সঙ্গে রাঁচি ও কলকাতার সংযোগ উন্নত করবে, পণ্য পরিবহনের গতি বাড়াবে এবং শিল্প ও ব্যবসার ক্ষেত্রে লজিস্টিক্স সুবিধা উন্নত করবে।

'২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থীর নাম ঘোষণাই করে দিল তৃণমূল?

সেতু ভারতম প্রকল্পের অধীনে পশ্চিম বর্ধমানের তোপসি ও পাণ্ডবেশ্বরে নির্মিত দুটি রোড ওভার ব্রিজ (ROBs)-এর উদ্বোধনও প্রধানমন্ত্রী করবেন, যার মোট ব্যয় প্রায় ৩৮০ কোটি টাকা। এই সেতুগুলি রেল লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা রোধ এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সহায়তা করবে।

শুক্রবারের এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রস্তুতি তুঙ্গে। রাজনৈতিক মহলের মতে, ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগে রাজ্যে এই ‘মেগা প্রজেক্ট’-এর ঘোষণার মাধ্যমে বাংলার ভোট-রাজনীতিতে বড় বার্তা দিতে চলেছে বিজেপি।

modi