/indian-express-bangla/media/media_files/2025/08/15/modi-pic-2025-08-15-10-18-43.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
National Security Shield: ২০৩৫ সালের মধ্যে ‘সুদর্শন চক্র’! জাতীয় নিরাপত্তার প্রশ্নে বিরাট সিদ্ধান্ত প্রধানমন্ত্রী মোদীর
৭৯তম স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঐতিহাসিক ঘোষণা করেন। তিনি জানান, ২০৩৫ সালের মধ্যে ভারত ‘সুদর্শন চক্র’ নামে একটি অত্যাধুনিক জাতীয় নিরাপত্তা 'ঢাল' নির্মাণ করবে, যা শুধু দেশের সীমান্তকে সুরক্ষিত করবে না, প্রযুক্তি-ভিত্তিক ভবিষ্যৎ যুদ্ধেও ভারতকে আরও শক্তিশালী করবে।
প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই মিশনের গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের সমস্ত কাজ ভারতেই সম্পন্ন হবে এবং এতে দেশের তরুণ ও বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই উদ্যোগ আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা নীতিতে এটি একটি নির্ণায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মহাভারতে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র থেকে অনুপ্রাণিত হয়ে এই মিশনের নামকরণ করা হয়েছে। এই ‘সুদর্শন চক্র’ শত্রুর আক্রমণ প্রতিহত করে বহুগুণ শক্তিতে পাল্টা তার জবাব দেবে।
স্বাধীনতা দিবসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিল, আহত বহু, আর্তনাদ-হাহাকার হাসপাতালে!
মিশনের প্রধান বৈশিষ্ট্য:
- শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে সুনির্দিষ্ট আক্রমণ
- শত্রুর আক্রমণ প্রতিহত ও পাল্টা আঘাত করার ক্ষমতা
- গবেষণা থেকে উৎপাদন পর্যন্ত সবকিছু দেশীয়ভাবে সম্পন্ন
- তরুণদের জন্য প্রযুক্তি ও বিজ্ঞান ক্ষেত্রে কর্মসংস্থান
- প্রতিরক্ষা খাতে আমদানির উপর নির্ভরতা হ্রাস
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক যুদ্ধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে—সাইবার আক্রমণ, ড্রোন যুদ্ধ, মহাকাশভিত্তিক অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর সামরিক ব্যবস্থার মতো নতুন চ্যালেঞ্জের মোকাবিলায় ‘সুদর্শন চক্র’ হবে এক দুর্ভেদ্য প্রতিরক্ষা কৌশল, প্রযুক্তিগতভাবে উন্নত একটি প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, সাইবার ও মহাকাশ সুরক্ষার ক্ষেত্রেও ভারতের সক্ষমতা বাড়াবে।