Bangladesh:ভাঙচুর-অগ্নি সংযোগে কড়া ব্যবস্থা, প্রবল সমালোচনার মুখে বিবৃতি ইউনুস সরকারের

Bangladesh News: শেখ হাসিনা বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন শুনেই ক্ষেপে ওঠে তাঁর বিরোধীরা। রীতিমতো মিছিল করে ঢাকার ধানমণ্ডির শেখ মুজিবের বাড়ির উদ্দেশ্যে ধেয়ে যায় কট্টরবাদীরা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ঐতিহাসিক সেই নিদর্শন।

author-image
IE Bangla Web Desk
New Update
Muhammad Yunus,Bangladesh News,BJP MP Jyotirmay Singh Mahato,West Bengal News,মহম্মদ ইউনুস,পশ্চিমবঙ্গের খবর,জ্যোতির্ময় সিং মাহাতো

Mohammad Yunus: মহম্মদ ইউনুস।

Mohammad Yunus govt of Bangladesh has warned of strict action against those involved in vandalism: বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নিশানই রাখতে চায় না মৌলবাদীরা। ঢাকার ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কট্টরপন্থীরা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যক্ষ  মনদতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বহু সাক্ষ্য বহনকারী ধানমণ্ডির ওই বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে প্রবল সমালোচনা ধেয়ে আসায় এবার পরপর বিবৃতি বাংলাদেশ সরকারের। 

Advertisment

বাংলাদেশের সংবাদমাধ্যম বাংলা নিউজ 24.com-এর প্রতিবেদন অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "উস্কানিমূলক কর্মকাণ্ডের চেষ্টা হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।" সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, "অন্তর্বর্তী সরকার উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এই ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। কোনও উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অশান্ত করার চেষ্টায় দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের বিচার ব্যবস্থার মুখোমুখি দাঁড় করানো হবে।"

উল্লেখ্য, বুধবার রাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ৩২ নম্বর ধানমণ্ডির বাড়ি। বুধবারই বাংলাদেশবাসীর উদ্দেশে ভার্চুয়ালি ভাষণ দেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন- West Bengal News Live: রোমহর্ষক শুটআউট বাংলায়, উস্তিতে ব্যবসায়ীকে গুলি করে খুন

Advertisment

হাসিনার ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করে দিয়েছিল আওয়ামি লিগ ও ছাত্রলিগ। সেই ঘোষণাকে কেন্দ্র করেই হাসিনা বিরোধীদের মধ্যে ক্ষোভের পাহাড় তৈরি হয়েছিল। তারই ফলস্বরূপ ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কট্টরপন্থীরা। 

আরও পড়ুন- Kolkata Weather Today: শীত ফিরল বঙ্গে! এবার আরও নামবে পারদ, জানুন আবহাওয়ার টাটকা আপডেট

শেখ হাসিনা ভাষণ দেবেন এই কথা জানার পরই তার বিরোধী শিবিরের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। হাসিনার ভাষণ শুরুর আগেই ঢাকায় তাদের ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িতে জড়ো হয় তার বিরোধী শিবির। উন্মত্ত মৌলবাদীদের দল মুজিবুর রহমানের বাড়িতে তাণ্ডব শুরু করে। একদল জনতা আগুন ধরিয়ে দেয় ওই বাড়িতে। বুলডোজার, ক্রেন এনে চলে বাড়ি ভাঙার কাজ।

আরও পড়ুন- West Bengal News Highlights: গার্ডেনরিচে সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে ধুন্ধুমার, মার খেল পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার

Bangladesh Sheikh Hasina Bengali News Today Muhammad Yunus news in west bengal news of west bengal Bangladesh Crisis