/indian-express-bangla/media/media_files/2025/05/18/B4KMsipLeru5H0op6RPR.jpg)
মোদীর পর ভাগবত! পাকিস্তানের সঙ্গে সংঘাত আবহে 'আগুনে মন্তব্য' সংঘ প্রধানের
Mohan Bhagwat: শক্তি থাকলেই তবেই বিশ্ব শান্তি ও অহিংসার কথা শোনে—এমন মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। শনিবার জয়পুরের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
মিঠুন চক্রবর্তীর বাড়িতেও বুলডোজার? পুরসভার নোটিস ঘিরে তুমুল চাঞ্চল্য, হতে পারে জেল-জরিমানাও!
ভাগবতের বক্তব্যে উঠে আসে ভারত-পাকিস্তান সম্পর্ক, শান্তি ও অহিংসা, এবং ভারতের আঞ্চলিক নেতৃত্বের ভূমিকা। তিনি বলেন, “বিশ্ব কেবল তখনই কারও কথা শোনে, যখন তারা শক্তিশালী হয়। শুধু ভালোবাসা দিয়ে বিশ্বকে বোঝানো যায় না, ক্ষমতা দরকার।”
তিনি ভারতকে বিশ্বের “প্রাচীনতম জাতি” বলে উল্লেখ করে বলেন, ভারত ‘বড় ভাই’, এবং তার দায়িত্ব নিঃস্বার্থভাবে সকলকে সহায়তা করা। এমনকি পাকিস্তানের প্রতি ভালোবাসার প্রসঙ্গ টেনেও তিনি বলেন, “ভগবান রামও রাবণকে হত্যা করে তাঁর মহান সেবা করেছিলেন।”
পাকিস্তানের পর বাংলাদেশ, বিরাট অ্যাকশনে ইউনূসকে কাঁদিয়ে ছাড়ল ভারত
এই মন্তব্য এমন সময় এল, যখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার পাল্টা হামলা, এবং পাহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির ঘোষণা হয়েছে। ভাগবত বলেন, “যতক্ষণ না বিশ্ব দেখে যে আমরা শুধু বলছি না, সেই কাজ করারও ক্ষমতা আছে, ততক্ষণ তারা আমাদের কথা শুনবে না।”
তিনি আরও বলেন, "ভারত সবসময় শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের মতো প্রতিবেশী দেশের সঙ্কটকালে স্বার্থহীনভাবে পাশে দাঁড়িয়েছে। ভারতীয় সমাজ সকলকে নিজের বলে বিবেচনা করেই এগিয়ে চলেছে।”
সম্প্রতি জঙ্গি দমন নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামাতে মধ্যস্তকারী হিসাবে নিজেকে তুলে ধরেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভারত জোরের সঙ্গে জানিয়ে দেয় এই বিষয়ে ট্রাম্পের কোনও ভূমিকা নেই। বরং পাকিস্তান সংঘর্ষ বিরতি চেয়ে আগে ভারতকে ফোন করেছিল। তারপর দুই দেশের মধ্যে কথা হয়। মোহন ভাগবত বলেছেন, "যতক্ষণ না বিশ্ব দেখবে যে এটি কেবল কথার কথা নয়, বরং এটি সম্পন্ন করার ক্ষমতাও তাদের আছে, ততক্ষণ তারা শুনবে না।"