/indian-express-bangla/media/media_files/2025/10/15/uttarkashi-earthquake-2025-10-15-08-30-17.jpg)
ফের ভারতে ভূমিকম্প
ফের ভূমিকম্প! উত্তরাখণ্ডের উত্তরকাশীতে জোরালো কম্পন। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৬।
মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই কেঁপে উঠল উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, উত্তরকাশী ও হিমাচল প্রদেশের সীমান্তবর্তী অঞ্চলে, বিশেষ করে যমুনা উপত্যকা এলাকায় এই কম্পন অনুভূত হয়। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে।
আরও পড়ুন- চলন্ত বাসে ভয়াবহ আগুন, মুহূর্তেই ঝলসে মৃত্যু ২০ যাত্রীর, গুরুতর জখম কমপক্ষে ১৬, শোকপ্রকাশ মোদীর
রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৬। ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তরকাশী-হিমাচল সীমান্তের ঘন জঙ্গলের মধ্যে, মাটির প্রায় ৫ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘর থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন।
তবে এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও রাজ্যের দুর্যোগ মোকাবিল দফতর জানিয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। যদিও কম্পনটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ছিল, তবু তার তীব্রতা স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করে।
আরও পড়ুন-গণধর্ষণ নয়? দুর্গাপুরকাণ্ডে পুলিশের হাতে নয়া তথ্য
উল্লেখ্য, উত্তরাখণ্ড ভূমিকম্প-প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত, যেখানে প্রায়ই মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়।