দেবরাজ দেব: রাজ্যে কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে CPIM, কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলগুলির সমালোচনার প্রতিবাদ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, "BJP নেতৃত্বাধীন জোট সরকার গত ৭ বছরে ১৯ হাজারেরও বেশি চাকরি দিয়েছে।" বুধবার আগরতলায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী আরও বলেন, "এখন অবধি সারা রাজ্যে মোট ১৯,৮০০ টি চাকুরি দেওয়া হয়েছে। এগুলি ছাড়া অনিয়মিত, চুক্তিবদ্ধ এবং আউটসোর্সিং এ মাধ্যমেও প্রচুর চাকুরি দেওয়া হয়েছে। সরকারি কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যেই এই সমস্ত চাকুরি দেওয়া হয়েছে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "চাকুরি যোগ্যতার কথা বারবার উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরাও মনে করি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক অথবা যে কোনও ক্ষেত্রেই দক্ষতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।" তাঁর বক্তব্যের আগের দিনেই রাজ্য মন্ত্রিসভা ১,৬০০-রও বেশি পদে নতুন নিয়োগ করার ঘোষণা করেছে। সেই প্রসঙ্গটি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বুধবার জানিয়েছেন, দক্ষতা, চাকরির যোগ্যতা এবং উন্নতির দিশাতেই তাঁর সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে।
মুখ্যমন্ত্রীর কথায়, "আজ রাজ্যে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মন্ত্রীর বিকশিত ভারত ২০৪৭ পরিকল্পনার মতো আমরাও এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্যে বদ্ধপরিকর।" বিরোধী সিপিআইএমের পক্ষে বিজেপির শাসনে আইনশৃঙ্খলার পরিস্থিতি ভেঙে পড়ার অভিযোগের পাশাপাশি রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষত গ্রামাঞ্চলে কাজ ও খাদ্যের সংকট রয়েছে বলে বারবার অভিযোগ তোলা হয়েছে।
আরও পড়ুন- Kolkata Rain Forecast: ভারী বৃষ্টির পূর্বাভাস আজও, বেলা গড়াতেই আবহাওয়ায় বড় বদল কোন কোন জেলায়?
বিভিন্ন গ্রামে কর্মসংকটের কারণে শিশু বিক্রির অভিযোগও তুলেছিল বামপন্থী দলগুলি। প্রশাসনের পক্ষে অবশ্য এই সব অভিযোগকে নস্যাৎ করা হয়েছিল। এমনকী সন্তান বিক্রির কোনও ঘটনাই ত্রিপুরার কোথাও ঘটেনি বলে দাবি করেছে মানিক সাহার প্রশাসন।
আরও পড়ুন- West Bengal News Updates:অনুপ্রবেশ ইস্যুতে আবারও BSF-কে তোপ মমতার, পাল্টা শুভেন্দু তুললেন আরও বড় অভিযোগ