Kolkata Metro: পাতালপথে নয়া ইতিহাস কলকাতা মেট্রোর, যাত্রী-স্বার্থে মারকাটারি তৎপরতা 'সুপারহিট'

Metro Railway, Kolkata: যাত্রীদর সুবিধার্থে এর আগেও নানাবিধা পদক্ষেপ করেছে কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ। তেমনই যাত্রী স্বার্থে দারুণ এই তৎপরতা এখন বিরাট জনপ্রিয়তা লাভ করেছে। তা নিয়েই এই বিশেষ প্রতিবেদন।

author-image
Nilotpal Sil
New Update
Kolkata Metro, Metrorail, Metro Railway Kolkata, KMRCL, Metro,কলকাতা মেট্রো, মেট্রোরেল, মেট্রো

Kolkata Metro: কলকাতা মেট্রো।

More than 8.9 Lakh android and 43900 iOS users downloaded metro ride kolkata app: ‘মেট্রো রাইড কলকাতা অ্যাপ’ (Metro Ride Kolkata) তার ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে আরেকটি মাইলফলক স্পর্শ করেছে! এখনও পর্যন্ত ৮ কোটি ৯ লক্ষেরও বেশি Android এবং ৪৩ হাজার ৯০০ টিরও বেশি iOS ব্যবহারকারীরা এই অ্যাপটি ডাউনলোড করেছেন।

Advertisment

সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) দ্বারা তৈরি এই অ্যাপটি শুরু থেকেই ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হয়েছে। এই অ্যাপটি মেট্রো যাত্রীদের তাদের স্মার্ট কার্ড রিচার্জ করতে বা QR কোড ভিত্তিক টিকিট যে কোনও সময়ে যে কোনও স্থান থেকে বুক করতে সক্ষম করেছে। যাত্রীদের সুবিধার জন্য, 'মেট্রো রাইড কলকাতা' অ্যাপটি গত ৫ মার্চ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এবং গত ২২ মার্চ iOS প্ল্যাটফর্মে চালু করা হয়েছিল।

গত ৩০ নভেম্বর পর্যন্ত ৮ কোটি ৯ লক্ষেরও লক্ষেরও বেশি Android ব্যবহারকারী Google Play Store থেকে এই অ্যাপটি ডাউনলোড করেছেন এবং ৪৩ হাজার ৯০০টিরও বেশি iOS ব্যবহারকারী অ্যাপল স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করেছেন। এই পরিসংখ্যানগুলি মেট্রো ব্যবহারকারীদের মধ্যে এই অ্যাপটির গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা নির্দেশ করে। এটি সম্পর্কে আরও যাত্রীদের সচেতন করার জন্য, উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রো স্টেশনগুলির প্ল্যাটফর্ম টেলিভিশনগুলিতে এই অ্যাপটি কীভাবে ডাউনলোড এবং ব্যবহার করতে হবে সে সম্পর্কে বিশেষ প্রচারমূলক চলচ্চিত্রগুলি দেখানো হচ্ছে। 

আরও পড়ুন- West Bengal News Live: ভার্চুয়াল শুনানিতেও গরহাজির, 'কালীঘাটের কাকু'র 'অসুস্থ'তার কারণ জানতে ডাক্তারদের বোর্ড চায় CBI

Advertisment

আরও পড়ুন- Eastern Rail: যুগান্তকারী তৎপরতায় বাম্পার কাজ রেলের, ট্রেনের কামরায় যাত্রা এবার জমে ক্ষীর!

আরও পড়ুন- North Sikkim: পর্যটকরা এখবরে আহ্লাদে আটখানা হবেন! নর্থ সিকিমের এই বিশেষ রুট খুলে গেল

মেট্রো কর্মীরা যাত্রীদের গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে এবং বিভিন্ন স্টেশনে এটি ব্যবহার করার পদ্ধতি দেখাতে সহায়তা করছেন। কলকাতা মেট্রোয় আরও বেশি সংখ্যক মেট্রো যাত্রীরা এখন মেট্রোতে ডিজিটাল লেনদেনের মোড ব্যবহার করছেন।

kolkata news kolkata metro east-west metro Bangla News Bengali News Today West Bengal News Metro news in west bengal news of west bengal