/indian-express-bangla/media/media_files/2025/08/13/accident-2025-08-13-16-18-35.jpg)
sunshade collapse: হাসপাতাল থেকে বের করা হচ্ছে মৃতদেহ দুটি।
মুর্শিদাবাদের ভরতপুরে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। বুধবার ভরতপুর থানার অন্তর্গত জজান গ্রামে নির্মীয়মাণ বাড়ির সানসেট চাপা পড়ে মৃত্যু হল দুই শিশুপুত্রের। মৃতদের নাম সঞ্জু মাঝি (৯) ও আদিত্য বাগদি (৭)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই শিশু নির্মীয়মাণ বাড়ির সানসেট ধরে খেলাধুলো করছিল। হঠাৎই সানসেট ভেঙে পড়ে তাদের উপর। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও গোটা গ্রামজুড়ে।
আরও পড়ুন- West Bengal News Live Updates: যুবককে দেখেই সন্দেহ পুলিশের, শিয়ালদহ স্টেশনের কাছে বড়সড় গ্রেফতারি!
টানা বৃষ্টির জেরেই নির্মীয়মাণ ওই বাড়ির সানসেট ভেঙে বিপত্তি বলে মনে করছেন গ্রামবাসীদের একাংশ। বৃষ্টিতে কংক্রিটের ওই সানসেটটি ঠিকমতো জমতে না পারার জেরেই বড়সড় এই বিপত্তি ঘটেছে বলে মনে করছেন অনেকে। মর্মান্তিক এই ঘটনার জেরে গোটা এলাকা শোকে পাথর।