Road repair: প্রশাসনকে বারবার বলেও কাজ হয়নি, নিজের হাতে রাস্তা মেরামতে প্রাক্তন জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার

Purba Medinipur News: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন জনপ্রিয় এই ক্রিকেটারের রাস্তা সারাইয়ের ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Purba Medinipur News: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন জনপ্রিয় এই ক্রিকেটারের রাস্তা সারাইয়ের ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Ashok Dinda  ,Moyna MLA  ,BJP legislator,  Road repair  ,Broken road  ,Purba Medinipur  ,Local residents’ suffering  ,Manual repair by MLA,  Administrative failure,  Viral on social media,অশোক দিন্দা,  ময়না বিধায়ক,  বিজেপি বিধায়ক  ,রাস্তা মেরামত,  ভাঙা রাস্তা  ,পূর্ব মেদিনীপুর,  স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ  ,নিজ হাতে কাজ  ,প্রশাসনের ব্যর্থতা,  সোশ্যাল মিডিয়া ভাইরাল

Road repair: রাস্তা মেরামতের কাজে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।

পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকে দেখা গেল এক বিরল ছবি। এলাকার ভাঙাচোরা রাস্তায় দীর্ঘদিন ধরে মানুষের দুর্ভোগ চলছিল। প্রশাসনের তরফে বারবার দাবি জানানো হলেও সংস্কারের কাজ না হওয়ায় শেষ পর্যন্ত নিজেই হাত লাগালেন স্থানীয় BJP বিধায়ক তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা।

Advertisment

শুক্রবার সকালে এলাকাবাসীর সঙ্গে নিয়ে তিনি কাঁধে বালতি তুলে রাস্তার গর্তে পাথর ও খোয়া ফেলতে শুরু করেন। কখনও কোদাল, কখনও ঝুড়ি হাতে নিয়ে কাজ করতে দেখা যায় বিধায়ককে। তাঁর সঙ্গে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে আসেন। রাস্তা মেরামতের সেই দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- West Bengal News Live Updates: দুর্গাপুজোর দিনগুলিতে মন্ত্রীদের কী কী দায়িত্ব? বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Advertisment

এলাকাবাসীর অভিযোগ, বর্ষায় রাস্তায় জল জমে গর্ত তৈরি হয়েছে। ফলে স্কুলপড়ুয়া থেকে শুরু করে অফিসযাত্রী— সকলে নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছিলেন। অশোকবাবু বলেন, “মানুষের কষ্ট আমি দেখে যেতে পারি না। তাই নিজের হাতে যতটুকু সম্ভব মেরামতের কাজ শুরু করলাম। তবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত স্থায়ী সমাধান হয়।”

আরও পড়ুন-Durga Puja 2025: কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরীর পুজো, ৪০০ বছরের ঐতিহ্যে আজও উজ্জ্বল দুর্গোৎসবের স্বকীয়তা

স্থানীয়দের মতে, বিধায়ক নিজে রাস্তা মেরামতে নেমে আসায় মানুষের মধ্যে এক ভরসার পরিবেশ তৈরি হয়েছে। যদিও রাজনৈতিক মহলের একাংশের দাবি, প্রশাসনকে ছোট করার জন্যই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। পাল্টা বিজেপির বক্তব্য, মানুষের সমস্যার সমাধানই আসল, রাজনীতি নয়।

আরও পড়ুন-Purba Bardhaman News:বাবার সঙ্গে বিশ্বকর্মা পুজোয় ঘুরতে যাওয়া হয়নি, অভিমানে ষষ্ঠ শ্রেণির এই পড়ুয়া যা ঘটাল...

দিনের শেষে আপাতত খানিকটা মেরামত হলেও, কবে স্থায়ীভাবে সংস্কার হবে এই রাস্তা— সেটিই এখন বড় প্রশ্ন। তবে বিধায়ক অশোক দিন্দার এই উদ্যোগে ময়নায় আলোচনা তুঙ্গে।

Bengali News Today Ashok Dinda bjp