/indian-express-bangla/media/media_files/2025/09/19/dinda-2025-09-19-12-40-14.jpg)
Road repair: রাস্তা মেরামতের কাজে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।
পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকে দেখা গেল এক বিরল ছবি। এলাকার ভাঙাচোরা রাস্তায় দীর্ঘদিন ধরে মানুষের দুর্ভোগ চলছিল। প্রশাসনের তরফে বারবার দাবি জানানো হলেও সংস্কারের কাজ না হওয়ায় শেষ পর্যন্ত নিজেই হাত লাগালেন স্থানীয় BJP বিধায়ক তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা।
শুক্রবার সকালে এলাকাবাসীর সঙ্গে নিয়ে তিনি কাঁধে বালতি তুলে রাস্তার গর্তে পাথর ও খোয়া ফেলতে শুরু করেন। কখনও কোদাল, কখনও ঝুড়ি হাতে নিয়ে কাজ করতে দেখা যায় বিধায়ককে। তাঁর সঙ্গে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে আসেন। রাস্তা মেরামতের সেই দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এলাকাবাসীর অভিযোগ, বর্ষায় রাস্তায় জল জমে গর্ত তৈরি হয়েছে। ফলে স্কুলপড়ুয়া থেকে শুরু করে অফিসযাত্রী— সকলে নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছিলেন। অশোকবাবু বলেন, “মানুষের কষ্ট আমি দেখে যেতে পারি না। তাই নিজের হাতে যতটুকু সম্ভব মেরামতের কাজ শুরু করলাম। তবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত স্থায়ী সমাধান হয়।”
স্থানীয়দের মতে, বিধায়ক নিজে রাস্তা মেরামতে নেমে আসায় মানুষের মধ্যে এক ভরসার পরিবেশ তৈরি হয়েছে। যদিও রাজনৈতিক মহলের একাংশের দাবি, প্রশাসনকে ছোট করার জন্যই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। পাল্টা বিজেপির বক্তব্য, মানুষের সমস্যার সমাধানই আসল, রাজনীতি নয়।
দিনের শেষে আপাতত খানিকটা মেরামত হলেও, কবে স্থায়ীভাবে সংস্কার হবে এই রাস্তা— সেটিই এখন বড় প্রশ্ন। তবে বিধায়ক অশোক দিন্দার এই উদ্যোগে ময়নায় আলোচনা তুঙ্গে।