/indian-express-bangla/media/media_files/2024/11/09/hKAX01pH4RkEKFoec20I.jpg)
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
Mughal period silver coins recovered from Gazole: জমিতে আলুর বীজ চাষ করতে গিয়ে ট্রাক্টরের মাটি খোঁড়ার সময় উদ্ধার মোঘল আমলের বেশ কিছু মুদ্রা। আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গাজোলে। পাণ্ডুয়া পঞ্চায়েতের আটঘামা এলাকায় মোঘল আমলের মুদ্রা দেখতে রীতিমতো ভিড় জমে যায়। বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছোয় গাজোল থানার পুলিশ। পুলিশ ১৬টি রূপোর মুদ্রা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া মুদ্রাগুলি মোঘল আমলের বলে অনুমান পুলিশ ও মুদ্রা বিশেষজ্ঞদেরও।
পুলিশকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলুর জমিতে বীজ লাগানোর কাজ চলছিল। সেই সময় আটজন শ্রমিক কাজ করছিল। ট্রাক্টরের সাথে যুক্ত করা লোহার রোটার দিয়ে মাটির বীজ বপন করা হচ্ছিল। সম্ভবত সেই লোহার রোটারের চাপে ছিন্নভিন্ন হয়ে যায় মুদ্রা সঞ্চিত রাখার কোন মাটির পাত্র। এরপর কোদাল দিয়ে বীজ বপন করতে গিয়ে শ্রমিকেরা দেখতে পান চারিদিকে ছড়িয়ে রয়েছে মুদ্রা। চারজন শ্রমিক ১৬ টি মুদ্রা কুড়িয়ে পান। তাদের মধ্যে একজন শ্রমিক মিঠুন মণ্ডল পুলিশকে জানিয়েছেন, জমিতে কাজ করতে গিয়ে ৪টি কয়েনের মতো জিনিস খুঁজে পান তিনি।
আরও তিন শ্রমিক বেশ কিছু মুদ্রা কুড়িয়ে পান। কয়েনগুলিতে যে হরফে লেখা রয়েছে তা বুঝে উঠতে পারেননি তাঁরা। তবে এগুলি যে নবাবি বা সুলতানি আমলের তা দেখা মাত্রই বুঝতে পেরেছিলেন তাঁরা। এরপর খবর পেয়ে গাজোল থানার পুলিশ যায় এলাকায়। তাদের হাতে সমস্ত মুদ্রা তুলে দেওয়া হয়েছে।
সুলতানি আমলের মুদ্রা উদ্ধারের ঘটনা জানাজানি হওয়ার পর কয়েক'শো গ্রামবাসী মুদ্রার খোঁজে ঝাঁপিয়ে পড়ে জমিতে। কিন্তু পরে আর কেউই পাননি ওই মুদ্রা। উদ্ধার হওয়া ১৬টি রূপোর মুদ্রা নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ঐতিহাসিক এই মুদ্রাগুলি মালদা মিউজিয়ামের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।