Idea of separate industrial policy to attract investment in West Bengal: বাংলায় বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির ঘোষণার মাধ্যমে। কলকাতায় আমেরিকার সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প তৈরির পরিকল্পনা চলছে। এই আবহে এবার রাজ্যে আরও লগ্নি টানতে নতুন শিল্প-নীতি তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়ছে, দেশ-বিদেশের নামজাদা শিল্পগোষ্ঠীকে বাংলায় শিল্পস্থাপনের সুযোগ দিতে এবং তদুপরি এরাজ্যে কর্মসংস্থানের জোয়ার আনতে এবার রাজ্য সরকারও শিল্প-নীতিতে বেশ কিছু চমক আনতে পারে।
রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে আগামী বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সেমি কন্ডাক্টর শিল্পে বিনিয়োগ এবং আধুনিকীকরণ বিশেষ আলোচ্য বিষয়বস্তু হতে চলেছে। সূত্রের আরও খবর, রাজ্যে আগামী বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আমেরিকার একটি বিশেষজ্ঞ দলও উপস্থিত থাকতে পারে। কলকাতায় তিনটি সংস্থার হাত ধরে সেমি কন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হতে পারে। একবার কলকাতায় এই প্ল্যান্ট তৈরি হয়ে গেলে বিপুল কর্মসংস্থান তৈরি হতে পারে বাংলায়। রাজ্য সরকার এই শিল্প নিয়ে বেশ আশাবাদী।
সেই কারণেই বাংলার বুকে আরও লগ্নি আনতে শীঘ্রই আলাদা একটি শিল্প-নীতি তৈরির পরিকল্পনা চলছে বলে সূত্রের খবর। যদিও এব্যাপারে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে আগামী বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে নতুন শিল্প নীতি ঘোষণার সম্ভাবনা বাড়ছে।
আরও পড়ুন- Chanchal Incident: প্রাতঃভ্রমণে বেরিয়ে এ কী কাণ্ড! বীভৎস-রক্তাক্ত এই পরিণতি জানলে...
বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যে সেমি কন্টাক্টর প্ল্যান্টের মতো শিল্প স্থাপন হলে বাংলার ক্ষেত্রে তা অত্যন্ত ইতিবাচক হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে বৈদেশিক বিনিয়োগের পথ আরও বেশি প্রশস্ত হবে বলে মনে করছেন তাঁরা। তাই রাজ্য সরকারও সেমি কন্ডাক্টর প্ল্যান্ট তৈরির ব্যাপারে ভীষণভাবে আগ্রহী।
আরও পড়ুন- BJP Leader Murder: নিখোঁজ BJP নেতার দেহ উদ্ধার দলের কার্যালয় থেকেই, মারাত্মক অভিযোগ সুকান্তর